আগামীকাল থেকে শুরু হচ্ছে নতুন সপ্তাহ। ৮ থেকে ১৪ ডিসেম্বর কোন রাশির কেমন কাটবে, কার জন্য কী অপেক্ষা করছে জেনে নিন।
2
13
মেষ: যে কাজ এতদিন টালবাহানা করে এড়িয়ে গিয়েছেন এই সপ্তাহে সেটা শেষ করতে হবে। এনার্জি বৃদ্ধি পাবে। যে সম্পর্ক নিয়ে সন্দিহান ছিলেন, তাতে স্বচ্ছতা আসবে। অযথা খরচ এড়িয়ে চলুন।
3
13
বৃষ: রুটিনে পরিবর্তন আসবে। তবে একই সঙ্গে একাধিক চমক পাবেন এই সপ্তাহে। এবং সেগুলো প্রতিটি আপনার উপকার করবে। কাছের মানুষদের সঙ্গে দেখা হওয়ার সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে মনোযোগ বাড়বে। নতুন কোনও কাজের সুযোগ আসতে পারে।
4
13
মিথুন: আপনার ভাবনা এই সময় সুন্দর করে সকলের সামনে তুলে ধরুন। ভুল বোঝাবুঝি হতে পারে। সেটা মিটিয়ে নিন। সৃজনশীল কাজে ব্যস্ত থাকবেন।
5
13
কর্কট: ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের দিকে নজর দিন। কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে সপ্তাহের দ্বিতীয়ার্ধে। স্বাস্থ্যের দিকে নজর দিন। প্রয়োজনে বিশ্রাম নেন।
6
13
সিংহ: আত্মবিশ্বাস বাড়বে, আর তাতে ভর করে সাহসী পদক্ষেপ নিতে পারেন। কাজের স্বীকৃতি পাবেন। কাছের মানুষদের সাহায্য, ভালবাসা পাবেন। তবে অতিরিক্ত খরচ করবেন না।
7
13
কন্যা: অতিরিক্ত ভাবনা চিন্তা করা বন্ধ করুন। আর্থিকভাবে স্বচ্ছলতা বাড়তে পারে। বিনিয়োগ করুন। সপ্তাহের শেষ দিকে কোনও মনোরম চমক পেতে পারেন।
8
13
তুলা: সম্পর্কে ভুল বোঝাবুঝি মিটবে। কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন। ছোট কোনও ট্রিপে যেতে পারেন।
9
13
বৃশ্চিক: এতদিন যে বিষয়টা বুঝছিলেন, জটিল লাগছিল বা কনফিউজড ছিলেন, সেই বিষয়ে ধারণা স্পষ্ট হবে। কাজে মন দিন। চাপ বাড়বে। নিজের মন যেটা বলছে সেটা শুনে চলুন।
10
13
ধনু: একাধিক চ্যালেঞ্জ, অ্যাডভেঞ্চারের মুখোমুখি হতে হবে। নতুন কিছু শেখার দিকে মন দিন। বন্ধুদের থেকে সাহায্য পাবেন। কারও সঙ্গে কোনও বিষয়ে গভীর আলোচনা আপনাকে অনুপ্রেরণা জোগাবে।
11
13
মকর: দ্রুত পেন্ডিং কাজ শেষ হবে। কাজের ক্ষেত্রে আপনার মনোযোগ প্রশংসা পাবে। আর্থিক সমস্যায় ভুগে থাকলে সেটা দূর হবে।
12
13
কুম্ভ: আপনার আইডিয়া প্রশংসা পাবে। নতুন কিছু ভাবনা, কাজের দিকে মন দিন। ব্যক্তিগত কোনও সম্পর্কে জটিলতা থাকলে সেটা কাটবে।
13
13
মীন: আপনার অনুভূতি, মনের কথাকে বিশ্বাস করুন। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। সপ্তাহের শেষ দিকে কারও কোনও কাজ আপনাকে চমকে দেবে। মন ভরিয়ে তুলবে।