বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রের প্রয়াণের ঠিক কয়েক সপ্তাহ পরেই এল তাঁর ৯০তম জন্মদিন। সেই জন্মদিনেই বাবাকে স্মরণ করে হৃদয়ছোঁয়া এক আবেগঘন খোলা চিঠি লিখলেন কন্যা এষা দেওল। বাবার সঙ্গে ভাগ করে নেওয়া হাসি, হওয়া অন্তহীন কথোপকথন আর জীবনের অমূল্য মুহূর্তগুলোর কথা তুলে ধরে এষা প্রতিশ্রুতি দিলেন বাবার ভালবাসা ছড়িয়ে দেবেন তাঁর অগণিত অনুরাগীর কাছে।

 

ইনস্টাগ্রামে ধর্মেন্দ্রর সঙ্গে তোলা কয়েকটি ছবি শেয়ার করে এষা লেখেন এক গভীর আবেগের বার্তা। তাতে তিনি লেখেন, “আমার বাবার জন্য। আমাদের চুক্তি, আমাদের বন্ধন সবচেয়ে শক্তিশালী। সমস্ত জীবন, সমস্ত জগৎ আর তারও বাইরে ‘আমরা’ সব জায়গায় একসঙ্গেই আছি… বাবা, আমরা সব সময় একসঙ্গেই থাকব । স্বর্গ হোক বা পৃথিবী আমরা একই সত্তা। আপাতত তোমাকে খুব যত্নে, খুব আদরে নিজের হৃদয়ের গভীরে লুকিয়ে রাখলাম, এই জীবনটা বয়ে নিয়ে চলার জন্য।”

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by ESHA DHARMENDRA DEOL (@imeshadeol)