শহর থেকে জেলা, সর্বত্রই হু হু করে নামছে পারদ। বাংলাজুড়ে জমে গিয়েছে শীত। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, চলতি সপ্তাহে তাপমাত্রার পারদ আরও কমবে। ফলে এ সপ্তাহেই রেকর্ড ঠান্ডায় কাঁপতে পারে রাজ্য।
2
6
এ মুহূর্তে শীত জাঁকিয়ে বসার জন্য রাজ্যে সবরকম অনুকূল পরিবেশই রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এখন শীতের পথে বাধা দেওয়ার মতো কোনও সিস্টেম সক্রিয় নেই। তাই আগামী কয়েক দিনে বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা আরও ৩ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে।
3
6
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল ঠান্ডার দাপট। সর্বত্রই তাপমাত্রার পতন দেখা যাচ্ছে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় পারদ ১০–১২ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। বাঁকুড়া ও পুরুলিয়ার মতো জেলাগুলিতে রাতের দিকে তাপমাত্রা নেমে আসছে ১০ ডিগ্রির কাছাকাছি।
4
6
পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কনকনে হাওয়া শীতের অনুভূতি আরও বাড়িয়ে দিচ্ছে। পাশাপাশি কোথাও কোথাও সকালের দিকে ঘন কুয়াশার দাপটও দেখা যাচ্ছে।
5
6
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও শীতের তাণ্ডব। পাহাড়জুড়ে বইছে প্রচণ্ড হিমেল হাওয়া। দার্জিলিংয়ের তাপমাত্রা নেমেছে ৫ ডিগ্রিতে। কালিম্পংয়েও পারদ ঘোরাফেরা করছে ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে। পর্যটনের ভরা মরশুমে উত্তরবঙ্গের বিভিন্ন পর্যটন কেন্দ্রে উপচে পড়ছে পর্যটকের ভিড়। শীতের মজা উপভোগ করতে ব্যস্ত পাহাড়প্রেমীরা।
6
6
মহানগর কলকাতাতেও তীব্র শীতের অনুভূতি। শহরের তাপমাত্রা নেমে এসেছে ১৫ ডিগ্রিতে। সোমবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৫ ডিগ্রি এবং ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামীকাল (৯ ডিসেম্বর, ২০২৫) দিনে কলকাতার তাপমাত্রা আরও কমতে পারে।