আজকাল ওয়েবডেস্ক: বুধবার সাতসকালে অমৃতসরের স্বর্ণ মন্দিরের সামনে গুলি চলল শিরোমণি অকালি দলের নেতা, পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর বাদলকে লক্ষ্য করে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর তেমনটাই। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন প্রাক্তন নেতা। সূত্রের খবর, ঘটনায় একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
শিরোমণি অকালি দলের নেতা সুখবীর বাদল চাপে মুখে গত মাসের মাঝামাঝি দলের দায়িত্ব ছাড়তে বাধ্য হয়েছেন। এবার বড় শাস্তির কোপে সুখবীর। পাঞ্জাবের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুখবীর বাদলকে অমৃতসরের স্বর্ণ মন্দির সহ বেশ কয়েকটি গুরুদ্বারের রান্নাঘর এবং শৌচালয় পরিষ্কার করার নির্দেশ দিয়েছিল শিখদের সর্বোচ্চ ধর্মীয় সংস্থা অকাল তখত। ৩রা ডিসেম্বর দুপুর ১২ থেকে ১টা পর্যন্ত স্বর্ণ মন্দিরের শৌচাগার সাফ করার শাস্তি দেওয়া হয়েছিল।
কেন এই শাস্তি প্রভাবশালী অকালি নেতা সুখবীরকে? ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত বাবা প্রকাশ সিং বাদলের মন্ত্রিসভায় পাঞ্জাব সরকারের উপ-মুখ্যমন্ত্রী ছিলেন সুখবির বাদল। সেই সময়ই 'ডেরা সাচা সৌদা'র প্রধান গুরমীত রাম রহিম পবিত্র গ্রন্থসাহিবকে অপমান করেছিল বলে অভিযোগ। কিন্তু সেই সময় রাম রহিমের পাশেই ছিলেন সুখবীর। যা শিখ সম্প্রদায়ের মানুষদের ধর্মীয় ভাবাবেগে প্রবল আঘাত করেছিল বলে অভিযোগ। শিখদের স্বার্থ বিরোধী সেই কাজের অভিযোগে সুখবীরকে তনখাইয়া বা বিধর্মী ঘোষণা করেছিল শিখ ধর্মের সর্বোচ্চ সংস্থা অকাল তখত। আর সোমবার সেই অপরাধের শাস্তি বিধান হল। সুখবীর বাদল তাঁর কৃত কর্মের জন্য নিঃশর্তভাবে ভুল স্বীকার করলেও তাঁকে রেয়াত করতে নারাজ অকাল তখত।
বুধবার অমৃতসর মন্দিরের প্রবেশপথে শাস্তির কারণেই দরজায় প্রহরী হিসেবে নিযুক্ত ছিলেন। তার মাঝেই সুখবীর বাদলকে লক্ষ্য করে গুলি চলে।
