আজকাল ওয়েবডেস্ক: মেয়র ফিরহাদ হাকিমের সই জাল করে ধৃত ১ সরকারি কর্মী। জানা গিয়েছে, মেয়রের সই জাল করে আলিপুর জেল মিউজিয়ামে এক ব্যাক্তিকে চাকরি দিয়েছিলেন তিনি। পরিবর্তে টাকাও নিয়েছিলেন। জানা গিয়েছে, সম্প্রতি এক যুবক আলিপুর জেল মিউজিয়ামে কাজে যোগ দিতে যান। সেখানে গিয়ে তিনি নিয়োগপত্রও দেখান। মিউজিয়াম কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে কোনো রকম তথ্য না থাকায় যোগাযোগ করা হয় ফিরহাদ হাকিমের সঙ্গে।

মেয়র জানান, নিয়োগপত্রতে সই করেননি তিনি। দেখা যায় মন্ত্রীর সই নকল। তড়িঘড়ি খবর দেওয়া হয় আলিপুর থানায়। প্রতারিত ব্যক্তি জানান, তিনি ৩ লক্ষ টাকা দিয়েছেন চাকরি পাওয়ার জন্য। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ভারতীয় জাদুঘরের চতুর্থ শ্রেণির কর্মী। ইতিমধ্যেই, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর সঙ্গে কোনো বড় প্রতারণা চক্র জড়িয়ে আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।