আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ আইপিএলের আগে ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে রিটেন করেছে কলকাতা নাইট রাইডার্স। গত প্রায় ১০ বছর ধরে কলকাতার অন্যতম ভরসাযোগ্য ক্রিকেটার তিনি। এবার মেগা নিলামের পর সামনে এল আর এক খবর। জানা গেল, রাসেলকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্য একটি ফ্র্যাঞ্চাইজি বিপুল অর্থের প্রস্তাব দিয়েছিল। তবে ক্যারিবিয়ান এই তারকা সেই প্রস্তাব এক কথায় নাকচ করে দিয়েছেন। ক্যারিবিয়ান তারকা প্রমাণ করেছেন কেকেআরের প্রতি তাঁর আনুগত্য।
ক্রিকেট বিশ্লেষক প্রসন্ন জানিয়েছেন, নিলামে অংশ নেওয়ার জন্য আন্দ্রে রাসেলকে আইপিএলের একটি ফ্র্যাঞ্চাইজি বারবার অনুরোধ করেছিল। রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব চ্যানেলের এক আলাপচারিতায় ক্রিকেট বিশ্লেষক জানান, ওই ফ্র্যাঞ্চাইজি রাসেলকে একটি বিশাল অর্থ দেওয়ার প্রলোভন দিয়েছিল যদি তিনি কেকেআর থেকে ছেড়ে নিলামে অংশগ্রহণ করেন। তবে রাসেল এক কথায় সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং বারবার বলে যান, ‘কেকেআর ম্যান, কেকেআর ম্যান, কেকেআর ম্যান’।
আইপিএল রিটেনশনের আগে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছিল আন্দ্রে রাসেলকে এবার কলকাতা নাইট রাইডার্স হয়তো রিটেন করবে না। তবে শেষ মুহূর্তে নিশ্চিত করা হয় যে রাসেল কেকেআরেই থাকছেন। ২০১৪ সালে কেকেআরে যোগ দেন রাসেল। এরপর থেকে ব্যাট এবং বল হাতে তিনি দলের প্রধান স্তম্ভ হয়ে উঠেছেন। এখন পর্যন্ত তিনি ১২৭টি আইপিএল ম্যাচ খেলেছেন, যার মধ্যে ১২০টি খেলেছেন কলকাতার হয়ে। আইপিএলে মোট ২৫০০ রান রয়েছে তাঁর ১৭৪.৯২ অবিশ্বাস্য স্ট্রাইক রেটে। বোলিং করে ১১৪টি উইকেট নিয়েছেন তিনি। কলকাতার হয়ে তিনি দু’বার আইপিএল শিরোপা জিতেছেন ২০১৪ এবং ২০২৪ সালে।
