আজকাল ওয়েবডেস্ক : শীতকালীন অধিবেশনের শুরুতেই উত্তাল হতে পারে সংসদ। টাকা নিয়ে প্রশ্ন ইস্যুতে তৃণমূল সাংসদের ভবিষ্যৎ কোন দিকে যাবে তা স্থির হতে পারে সোমবারই। সোমবারই এথিক্স কমিটি তাদের রিপোর্ট জমা দেবে। এথিক্স কমিটির চেয়ারম্যান বিনোদ কুমার সোনকর জমা দেবেন রিপোর্ট। তার ওপর হবে ভোটাভুটি। এথিক্স কমিটির রিপোর্টের পক্ষে বেশি ভোট পড়লে খারিজ হবে মহুয়ার সাংসদপদ। লোকসভার নিরিখে মহুয়ার সাংসদ পদ খারিজের সম্ভাবনাই বেশি। মহুয়ার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি সংসদে টাকা নিয়ে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলেন। এথিক্স কমিটি মহুয়ার সাংসদপদ খারিজের সুপারিশ করে ৯ নভেম্বর। তার আগে কৃষ্ণনগরের সাংসদকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই সময় বিরোধী সাংসদরা মহুয়ার পাশে ছিলেন। বিষয়টি নিয়ে মহুয়ার পাশে রয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে মহুয়ার সংসদ পদ থাকা নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর মিলবে সোমবারই।
