জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ২০২৬ সালে একাধিক শুভ রাজযোগ তৈরি হবে। এই বছর একাধিক গ্রহ রাশি পরিবর্তন করবে যেমন, তেমনই বদলাবে নক্ষত্র। আর এই তালিকা থেকে বাদ যাচ্ছে গুরু গ্রহ বৃহস্পতিও। তার গোচরের কারণেই তৈরি হবে হংস মহাপুরুষ রাজযোগ বা হংস রাজযোগ। ছবি- সংগৃহীত
2
8
চলতি বছরে কর্কট রাশিতে প্রবেশ করছে বৃহস্পতি। আর সেই কারণেই তৈরি হবে এই হংস মহাপুরুষ রাজযোগ। জ্যোতিষশাস্ত্রে এই রাজযোগকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যাঁরা এই রাজযোগে জন্মগ্রহণ করবেন তাঁরা জীবনের সমস্ত সুখ, সমৃদ্ধি লাভ করে থাকেন। ২০২৬ সালে তৈরি হওয়া হংস রাজযোগের কারণে বেশ কিছু রাশির জাতকেরা লাভবান হবেন। তালিকায় আছেন কারা? ছবি- সংগৃহীত
3
8
কর্কট: যেহেতু কর্কট রাশিতে এই রাজযোগ তৈরি হচ্ছে তাই এই রাশির জাতকেরা লাভবান হবেন হংস রাজযোগ থেকে। এই সময় তাঁদের মান, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি বৃদ্ধি পাবে। এই সময় বিনিয়োগ করলে ভবিষ্যতে দারুণ রিটার্ন পাবেন। ছবি- সংগৃহীত
4
8
মানসিক চাপ কমবে, বজায় থাকবে শান্তির আবহ। আত্মবিশ্বাস বাড়বে। যে সিদ্ধান্ত নেবেন, তাতেই সাফল্য পাবেন। যাঁরা বিবাহিত তাঁদের দাম্পত্য জীবন দারুণ সুখে কাটবে। আর যাঁরা সিঙ্গল এবং বিয়ের কথা চলছে তাঁদের সম্বন্ধ পাকা হতে পারে। ছবি- সংগৃহীত
5
8
কন্যা: আয় বৃদ্ধি পাবে এই সময় এই রাশির জাতকদের। আয়ের নতুন উৎস তৈরি হবে। বিনিয়োগ করলেও ভাল ফল পাবেন। এমনকী অতীতে করা বিনিয়োগ থেকে মোটা অঙ্কের টাকা রিটার্ন পাবেন। পৈতৃক সম্পত্তি থেকে লাভবান হবেন। এমনকী হঠাৎ করেও ধনপ্রাপ্তির যোগ রয়েছে। ছবি- সংগৃহীত
6
8
লটারি কাটলে লাভ হতে পারে। শেয়ার বাজারে টাকা লাগালেও লাভের মুখ দেখবেন। নতুন প্রজেক্ট শুরু করবেন। যাঁরা চাকরি বদলের কথা ভাবছেন বা চেষ্টা করছেন এই সময় সফল হবেন। সাহস এবং আত্মবিশ্বাস বাড়বে। লোকজন আপনার কথা শুনে চলবে। ছবি- সংগৃহীত
7
8
তুলা: এই রাশির গোল্ডেন টাইম শুরু হবে হংস রাজযোগের সঙ্গে। পদোন্নতি হবে। ব্যবসা হুহু করে বাড়বে। যাঁরা চাকুরিজীবী তাঁরা কর্মক্ষেত্রে কাজের জন্য প্রশংসিত হবেন, নতুন দায়িত্ব পাবেন। বসের সাহায্য দ্রুত উন্নতি করবেন। ছবি- সংগৃহীত
8
8
যাঁরা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাঁরা এই সময় সফল হবেন। যাঁরা নতুন কাজ বা প্রজেক্ট শুরু করার কথা ভাবছেন এটা আদর্শ সময়। বহুদিন ধরে যে কাজ আটকে রয়েছে সেটা এই সময় শুরু হবে। হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে। ছবি- সংগৃহীত