১৯৪৫-২০২৫। বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার প্রত্যাবর্তন আর দেখা হল না পদ্মাপারের। তার আগেই সমাপ্তি অধ্যায়ের। মঙ্গলবার সকালে প্রয়াত হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
2
10
দীর্ঘ রোগভোগের পর, মঙ্গলবার সকালে প্রয়াত হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০। বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়, মঙ্গলবার সকালে মৃত্যু হয়েছে পদ্মাপারের প্রাক্তন প্রধানমন্ত্রীর।
3
10
খালেদা জিয়া। জিয়াউর রহমানের স্ত্রী। স্বামীর মৃত্যুর পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় থেকেছেন। সামলেছেন বিএনপি। বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর মসনদে। মোট দু'বার সে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন খেলদা জিয়া। ১৯৯১ এবং ২০০১। একটা সময় পরে, বাঙ্গালদেশের রাজনীতির সামগ্রিক চর্চাও আবর্তিত হয়েছে তাঁকে এবং মুজিব-কন্যা শেখ হাসিনাকে ঘিরে।
4
10
কিন্তু এক সময় কেবল জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে পরিচিত রাজনীতিতে অনীহা থাকা খালেদা জিয়া কীভাবে বাংলাদেশের রাজনীতির কেন্দ্রে এলেন? মসনদে বসলেন?
5
10
জিয়াউর রহমান, ১৯৭৭ সালে বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। খালেদা জিয়া তখন কেবলই গৃহিনী। কেবলই বাংলাদেশের ফার্স্ট লেডি। ঘটনা মোড় নেয়, ১৯৮১ সালে জিয়াউরের মৃত্যুর পর।
6
10
স্বামীর মৃত্যুর বছর ঘোরার আগেই, কঠিন পরিস্থিতিতে, রাজনীতির ময়দানে ঢোকেন খালেদা। দায়িত্ব নেন বিএনপি অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টির। দেশবাসীকে ঐক্যবদ্ধ করতে যে দল তৈরি করেছিলেন জিয়াউর।
7
10
১৯৮২ সালে বিএনপি-র সাধারণ সদস্যপদ গ্রহণ করেন খালেদা জিয়া। ১৯৮২ সালের ৩ জানুয়ারি খালেদা জিয়া বিএনপিতে যোগ দেন। ১৯৮৩ সালে দলের সহ-সভাপতি হন। ১৯৮৪ সালে, দলের সর্বেসর্বা হন তিনি। তার মাঝেই, বাংলাদেশের ভিতরে বদল আনতে শুরু করেছেন। দলকে নামান সামরিক শাসনের বিরুদ্ধে লড়াইয়েও।
8
10
একাধিকবার গৃহবন্দী হয়েও, রাজনীতির ময়দান আঁকড়ে থেকেছেন এক সময়ের 'ফার্স্ট লেডি' খালেদা জিয়া। ১৯৯১ সালে তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হন। ফের ২০০১ থেকে মসনদে ছিলেন জিয়াউর পত্নী। ২০০৬ সালের অক্টোবরে, জিয়া নির্ধারিত সাধারণ নির্বাচনের আগে পদত্যাগ করেন।
9
10
একগুচ্ছ দুর্নীতিতে নাম জড়িয়েছে খালেদার। কারারুদ্ধও হন। রাজনীতি থেকে দীর্ঘদিন দূরে সরে ছিলেন। তবে বাংলাদেশে, ২০২৪-এর জুলাই আন্দোলনের পর, হাসিনা সরকারের পত্নে, ফের সামনে আসে তাঁর বার্তা।।
10
10
জোর গুঞ্জন ছিল, এই নির্বাচনে তিনি ফের ভোটের ময়দানে ফিরবেন। দীর্ঘকাল কাটিয়ে দেশে ফিরেছেন খালেদা পুত্র তারেক রহমান। তবে বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার প্রত্যাবর্তন আর দেখা হল না পদ্মাপারের।