আজকাল ওয়েবডেস্ক: ১১ জানুয়ারি থেকে শুরু হবে ভারত-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জাতীয় দলের জার্সিতে হয়তো প্রত্যাবর্তন ঘটতে চলেছে মহম্মদ সামির। 

জাতীয় দলে এখন আর তিনি জায়গা পান না। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে শেষ বার খেলেছেন তিনি। ইংল্যান্ড সফরে জায়গা হয়নি তাঁর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজেও তাঁকে দলে নেওয়া হয়নি। তাঁর ফর্ম ও ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছিল। 

জাতীয় দলের নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকর বলেছিলেন, ''টেস্ট সিরিজের জন্য ফিট হওয়ার চেষ্টা করছে সামি। পাঁচটা টেস্ট খেলার মতো ফিট এখনও ও হয়নি। যতটা দরকার ততটা ফিট এখনও হয়নি সামি। মেডিক্যাল স্টাফরা আমাদের জানিয়েছেন ইংল্যান্ড সিরিজ থেকে ও ছিটকে গিয়েছে।''

এর পর থেকে সামি ঘরোয়া ক্রিকেটে মনোনিবেশ করেন। রঞ্জি  ট্রফিতে তিনি নজর কাড়েন। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও সামি তাঁর দক্ষতা প্রদর্শন করেন। তার পর টি-টোয়েন্টি ফরম্যাটে তাঁর ডাক পাওয়া ছিল কেবল সময়ের অপেক্ষা। 

বিজয় হাজারে ট্রফিতেও ধারাবাহিকতা দেখান বঙ্গপেসার। চার ম্যাচে আট উইকেট নেন। চারটি ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে বাংলা। আর এই জয়ের নেপথ্যে রয়েছে সামির দুর্দান্ত বোলিং। 

সৈয়দ মুস্তাক আলি ট্রফির হতাশা দূর করতে বদ্ধপরিকর সৈয়দ মুস্তাক আলিতে। নতুন বছরে কিউয়িদের বিরুদ্ধে সিরিজের দলঘোষণা। সেই সিরিজে সামির প্রত্যাবর্তন এখন কেবল সময়ের অপেক্ষা।