আজকাল ওয়েবডেস্ক: অন্ধ্রপ্রদেশের এলুরু জেলায় চাঞ্চল্যকর ঘটনা। বিয়ে করতে চাওয়াই ভুল হল এক যুবকের৷ তাঁকে প্রকাশ্য রাস্তায় খুঁটিতে বেঁধে মারধর ও চরম অপদস্থ করার অভিযোগ উঠল। দীর্ঘদিনের প্রেমিকাকে পরিবারের অমতে বিয়ে করার ‘শাস্তি’ দিতেই শ্বশুরবাড়ির লোকজন এই হামলা চালিয়েছে বলে জানা গিয়েছে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এলুরুর বাসিন্দা সাই চাঁদ এবং সাই দুর্গার আট বছরের প্রেম। কিন্তু মেয়ের বাড়ির লোকেরা এই সম্পর্ক মেনে নিতে চাননি। শেষমেশ পরিবারের অমতেই পুলিশি নিরাপত্তায় বিয়ে সারেন ওই যুগল। বিয়ের আসরে বরের বাড়ির সদস্যরা উপস্থিত থাকলেও কনের বাড়ির কেউ আসেননি।

অভিযোগ, এই বিয়ের পরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তরুণীর পরিবারের সদস্যেরা। সাই চাঁদকে একা পেয়ে তাঁরা চড়াও হন। সামাজিক মাধ্যমে এই ঘটনা ছড়িয়ে পড়তেই হুলুস্থুল। একটি ভিডিওতে দেখা গিয়েছে, যুবককে চুল ধরে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর বিদ্যুতের খুঁটিতে বেঁধে তাঁকে দফায় দফায় মারধর ও লাঞ্ছনা করা হয়।

এই ঘটনা প্রসঙ্গে এলুরু জেলার পুলিশ সুপার শিব প্রতাপ কিশোর জানিয়েছেন, “মেয়ের পরিবার সম্ভবত এই বিয়ে মানতে চায়নি কারণ তরুণী ডাক বিভাগে চাকরি করেন আর যুবকটি এখনও বেকার। আমরা অপহরণ ও মারধরের মামলা দায়ের করেছি। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই।” পুলিশ এই ঘটনার খতিয়ে তদন্ত শুরু করেছে। বর্তমানে ওই নবদম্পতিকে পুলিশি নিরাপত্তায় রাখা হয়েছে।