বছরের শুরুতেই শোকের ছায়া টেলিপাড়ায়! স্বজনহারা কোন জনপ্রিয় নায়ক?
নিজস্ব সংবাদদাতা
১ জানুয়ারি ২০২৬ ১৯ : ০৫
শেয়ার করুন
1
6
জনপ্রিয় টেলিভিশন তারকা অর্জুন বিজলানির পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বছরের শুরুতেই এক মর্মান্তিক দুঃসংবাদ স্তব্ধ করে দিয়েছে তাঁর পরিবারকে। অর্জুনের শ্বশুরমশাই অর্থাৎ তাঁর স্ত্রী নেহা স্বামীর বাবা রাকেশ চন্দ্র স্বামী বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এই অকাল প্রয়াণে গোটা বিজলানি ও স্বামী পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
2
6
মুম্বই সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রাকেশ চন্দ্র স্বামীর মৃত্যু অত্যন্ত আকস্মিক ছিল। কোনও দীর্ঘকালীন অসুস্থতা বা বড় কোনও শারীরিক সমস্যার খবর আগে থেকে ছিল না। হঠাৎ করেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে আর তারপরেই মৃত্যু।
3
6
এই খবরটি জানাজানি হতেই বিনোদন জগতে শোকের আবহাওয়া তৈরি হয়েছে। অর্জুন ও নেহার ঘনিষ্ঠ মহলের অনেকেই সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
4
6
অর্জুন বিজলানি বরাবরই তাঁর শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতেন। বিশেষ করে তাঁর শ্বশুরমশাইয়ের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল বাবার মতো। বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান বা ছুটিতে তাঁদের একসঙ্গে সময় কাটাতে দেখা যেত। নেহার জন্য এই ক্ষতি অপূরণীয়। নিজের বাবাকে এভাবে হঠাৎ হারিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। অর্জুন বর্তমানে সব কাজ সরিয়ে রেখে এই কঠিন সময়ে স্ত্রীর পাশে থাকার চেষ্টা করছেন।
5
6
সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়ার পর অর্জুনের অগণিত অনুরাগীরা ও সহকর্মীরা শোকজ্ঞাপন করেছেন। প্রত্যেকেই তাঁর পরিবারের এই অপূরণীয় ক্ষতির জন্য সমব্যথী। গত কয়েক বছরে অর্জুন তাঁর কেরিয়ারের মধ্যগগনে রয়েছেন। একদিকে বিভিন্ন রিয়্যালিটি শো হোস্টিং, অন্যদিকে জনপ্রিয় ধারাবাহিক— সব মিলিয়ে তিনি ব্যস্ততার শিখরে ছিলেন। কিন্তু এই মর্মান্তিক ঘটনা তাঁর ব্যক্তিগত জীবনে বড়সড় ধাক্কা দিয়ে গেল।
6
6
যদিও তাঁদের পরিবারের পক্ষ থেকে এই মুহূর্তে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে শেষকৃত্যের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আত্মীয়-স্বজনরা একত্রিত হচ্ছেন সেই ভিডিও রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।