বছরের শুরুতেই বড়সড় সিনেম্যাটিক উৎসবের প্রস্তুতি নিচ্ছে বলিউড। বিনোদন, আবেগ, রহস্য, হাসি, অ্যাকশন সবকিছুর জমকালো ককটেল নিয়ে ২০২৬ সালের জানুয়ারিতেই একঝাঁক ছবি মুক্তির অপেক্ষায়। হালকা মেজাজের মজা হোক বা তীব্র গল্প বলার ক্ষমতা, দর্শকদের প্রত্যাশা মেটাতে প্রথম মাসেই রয়েছে নানা স্বাদের সিনেমা। দেখে নেওয়া যাক জানুয়ারিতে মুক্তি পেতে চলা উল্লেখযোগ্য হিন্দি ছবিগুলোর তালিকা ও বিশেষত্ব।
2
8
মায়াসভা: দ্য হল অফ ইলিউশন (মুক্তি: ১৬ জানুয়ারি) ‘তুম্বাড় ’-এর পরিচালক রাহি অনিল বার্ভে ফিরছেন তাঁর দ্বিতীয় ছবি মায়াসভা নিয়ে। মনস্তাত্ত্বিক থ্রিলারের ঘরানায় তৈরি এই ছবিতে অভিনয় করছেন জাভেদ জাফরি। গল্প আবর্তিত হয়েছে এক ব্যর্থ ফিল্ম মোগলকে ঘিরে, যিনি ভগ্নপ্রায় এক পুরনো সিনেমা হলে ছেলের সঙ্গে জীবন কাটান। কিন্তু হঠাৎ দু’জন রহস্যময় মানুষের আবির্ভাব বদলে দেয় সবকিছু। শান্ত, নিঃসঙ্গ জীবন ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে লুকিয়ে থাকা অতীত, ভয়, আর চমকে দেওয়া সত্য।
3
8
হ্যাপি প্যাটেল: খতরনাক জাসুস (মুক্তি: ১৬ জানুয়ারি) স্ট্যান্ড আপ কমেডিয়ান ও অভিনেতা বীর দাস এবার ক্যামেরার পেছনে! তাঁর পরিচালনায় প্রথম ছবি হ্যাপি প্যাটেল: খতরনাক জাসুস ইতিমধ্যেই কৌতূহল তৈরি করেছে। ছবিটিকে বলা হচ্ছে ডার্ক স্পাই কমেডি, কিন্তু নির্মাতারা কাহিনি গোপনই রেখেছেন, যা রহস্য আরও বাড়াচ্ছে। এর সঙ্গে বাড়তি চমক, ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে আমির খান ও ইমরান খানকে। ফলে স্বাভাবিকভাবেই ছবিটি এখন তালিকার সবচেয়ে আলোচিত রিলিজগুলোর একটি।
4
8
রাহু কেতু (মুক্তি: ১৬ জানুয়ারি): ফিরছে প্রিয় ‘ফুকরে’ জুটি -পুলকিত সম্রাট ও বরুণ শর্মা। তাঁদের নিয়ে তৈরি রাহু কেতু হাসি-ঠাট্টা, মজা আর অ্যাডভেঞ্চারে ভরা এক বিনোদন-ডোজ। গল্পে দুই বিভ্রান্ত অথচ দারুণ চটপটে চরিত্রের যাত্রা, যাদের জন্ম লেখক চুরুলালের জাদুর খাতার একটি লেখা থেকে! এবং পরে দুষ্টু লোকের হাত থেকে সেই খাতা উদ্ধার করতে নামতেই ঝাঁপিয়ে পড়ে নানা বিপদ, সামনে আসে ভয়ংকর ড্রাগ মাফিয়া, এবং ধীরে ধীরে উদঘাটিত হয় নিজের অস্তিত্ব নিয়েই ভয়ঙ্কর সত্য।
5
8
ওয়ান টু চা চা চা (মুক্তি: ১৬ জানুয়ারি) কমেডি-অ্যাকশন ঘরানার ছবি ওয়ান টু চা চা চা ইতিমধ্যেই টিজারে বাজিমাত করেছে। দর্শকদের তরফে ভাল সাড়া পাওয়ার পর এই ছবিকে কেন্দ্র করে আগ্রহ বাড়ছে দিনে দিনে। এখন ছবির দলের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ -এই আগ্রহ ধরে রেখে বক্স অফিসে শক্ত অবস্থান তৈরি করা।
6
8
বর্ডার (মুক্তি: ২৩ জানুয়ারি) - ১৯৯৭ সালের আইকনিক ‘বর্ডার’-এর আবেগ, দেশপ্রেম আর যুদ্ধের তীব্রতা আবারও ফিরিয়ে আনতে আসছে বর্ডার ২। ভারতের অন্যতম সেরা ওয়ার ড্রামার উত্তরসূরি হিসেবে ছবিটির প্রতি প্রত্যাশা আকাশছোঁয়া। ২০২৬ সালের সবচেয়ে বড় রিলিজের দৌড়ে ইতিমধ্যেই নাম লিখিয়ে ফেলেছে এই ছবি।
7
8
হন্টেড থ্রিডি: ঘোস্টস অফ দ্য পাস্ট - ভৌতিক ঘরানার ছবি প্রিয় ভক্তদের জন্যও আছে আলাদা চমক। জনপ্রিয় ‘হন্টেড থ্রিডি’-র সিক্যুয়েল ‘ঘোস্টস অফ দ্য পাস্ট’-এ দেখা যাবে এক দম্পতিকে, যারা নতুন বাড়িতে গিয়ে জড়িয়ে পড়েন সেই বাড়ির পুরনো মালিকদের আতঙ্ক আর ভয়ানক অতীতের সঙ্গে। শিহরণ জাগানো ভয়, টানটান উত্তেজনা আর অন্ধকার রহস্য-সব মিলিয়ে হররপ্রেমীদের জন্য এটি নিশ্চিতই আকর্ষণীয় অভিজ্ঞতা হতে চলেছে। তবে জানুয়ারিতে মুক্তির কথা থাকলেও আগামী ফেব্রুয়ারিতে সম্ভবত এই ছবি মুক্তি পাবে।
8
8
সব মিলিয়ে ২০২৬ সালের জানুয়ারি বলিউডের জন্য একেবারে ঝকঝকে শুরু হতে চলেছে। নানা স্বাদের কনটেন্ট, বড় বাজির ছবি আর নতুন পরীক্ষার দুঃসাহস, সব মিলেই সিনেমা হলের দিকে দর্শকদের টেনে নেওয়ার মতো ম্যাজিক তৈরি করতে প্রস্তুত বলিউড।