আজকাল ওয়েবডেস্ক: চলছে বিয়ের মরশুম। সোশ্যাল মিডিয়া খুললেই বিয়ে সংক্রান্ত নানান ছবি। কখনও বিয়ের কোনও নিয়মনীতি, কখনও প্রি ওয়েডিং, আবার কখনও আইবুড়ো ভাত পর্ব -এর ছবি ভরে উঠেছে সোশ্যাল মিডিয়াজুড়ে। এরই মাঝে ভাইরাল এক অন্যরকম ছবি। 

 

 


বিয়ে করতে এসে বর খেলছেন লুডো। তাও আবার বিয়ের পিঁড়িতে বসে। একজন সেই ছবি পোস্ট করে দেন এক্স হ্যান্ডেলে। মুহূর্তে ভাইরাল হয়ে যায় তা। হাসির রোল ওঠে সোশ্যাল মিডিয়াজুড়ে। ঠিক কী দেখা যাচ্ছে ছবিতে? ছাদনাতলায় বর বসে টোপর মাথায় দিয়ে। চলছে বিয়ের রীতি। দেখা যাচ্ছে পুরোহিতকেও। কারও সঙ্গে কথা বলতে ব্যস্ত তিনি। অন্যদিকে বর পেছন ঘুরে বাম হাত দিয়ে মোবাইলে লুডোর দান দিচ্ছেন। তাও আবার লুকিয়ে। সঙ্গে দেখা যাচ্ছে আরও দুই বন্ধুকে। ছবিতে দেখা যাচ্ছে ফটোগ্রাফারকেও। কিন্তু দেখা যাচ্ছে না কনেকে। ছবির ক্যাপশনে লেখা ভাই নিজের পছন্দের কাজ করছে। ইতিমধ্যেই ছবিটি সাড়ে চার লাখ ভিউ হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

 

 

 

প্রচুর কমেন্ট পড়েছে ছবিটিতে। কেউ মন্তব্য করেছেন, বাঙালিদের বিয়ে অনেকক্ষণ ধরে চলে। অনেকেই ক্লান্ত হয়ে পড়েন তার থেকে রেহাই পেতেই হয়ত একটু সময় লুডো খেলছেন বর। অন্য একজনের মন্তব্য যাঁর জীবনে যেটা গুরুত্বপূর্ণ সেটাই করবেন তিনি। কেউ আবার বলছেন, বিয়েতে বসে এই ধরনের কাজ করার মানে কনেকে অসম্মান করা। আরেক নেটিজেন দাবি করছেন, এই বিয়ে বাঙালি সমাজের ঐতিহ্য। তিনি কনে হলে এই দৃশ্য দেখলে বিয়ের মণ্ডপ থেকে উঠে যেতেন। যখন যেটা করার কথা তখন সেটাই করা উচিত।