মিল্টন সেন,হুগলি: মধ্যরাতে বেপরোয়া গতির বলি এক বাইক আরোহী। মোড়ের মাথায় একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারান যুবক। তারপরেই ঘটে দুর্ঘটনা। মৃত্যু হয়েছে ওই বাইক আরোহীর। 

ঘটনাটি ঘটেছে শুক্রবার মধ্যরাতে। শ্রীরামপুরের দিক থেকে দ্রুত গতিতে বাইকটি বালির দিকে যাচ্ছিল।একইসময় একটি চার চাকা গাড়িও উত্তরপাড়ার দিক থেকে নেতাজি সুভাষ রোডের দিকে ঢুকছিল। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, গাড়িটি যখন ডানদিকে ঘুরছিল তখন পিছন থেকে দ্রুত গতিতে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে চার চাকার গাড়িটিকে সজোরে ধাক্কা মেরে ছেঁচড়ে গিয়ে অদূরে থাকা ল্যাম্প পোস্ট ধাক্কা মারেন বাইক আরোহী এবং তাঁর সঙ্গে থাকা আরও এক সঙ্গী। 

সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েক সেকেন্ড দাঁড়িয়ে তারপর চলে যায় চার চাকা গাড়িটি। আহতদের উদ্ধারের কোনও চেষ্টা করেনি। এই একইভাবে গত রবিবার ভদ্রকালী ষষ্ঠীতলায় বেপরোয়া গতির বলি হয়েছেন এক বাইক আরোহী। সাত দিনে পরপর দু'টি দুর্ঘটনা এবং মৃত্যু। 

পুলিশ সূত্রের খবর, বাইকটিতে দু'জন ছিলেন। ধাক্কা লাগার পর বাইক আরোহী আহত হন। অপরজন ছিটকে পড়েন। সোজা তাঁর মাথায় আঘাত লাগে রেলিংয়ে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। দু'জনেরই বাড়ি বরানগর এলাকায়। এই প্রসঙ্গে চন্দননগর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ সূত্রে খবর, রাতেরবেলা বেপরোয়া বাইক নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে। আগামীদিনে রাতেরবেলা জি টি রোডে যান নিয়ন্ত্রণ করা হবে। গভীর রাতে ট্রাফিক না থাকার সুযোগে বেপরোয়া গতিতে গাড়ি ছোটে।