আজকাল ওয়েবডেস্ক: হেরে গেল বার্সেলোনা। লাস পালমাসের কাছে শনিবার বার্সা হার মানল ২-১ গোলে। চলতি মরশুমের শুরুটা ভালই করেছিল বার্সেলোনা। স্বপ্ন দেখাতে শুরু করেছিল তারা। এল ক্লাসিকোয় বিধ্বস্ত করে রিয়াল মাদ্রিদকে। বার্সার এই দুরন্ত সাফল্যের পিছনে ছিলেন একগুচ্ছ তরুণ তারকা। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন ইয়ামাল। কিন্তু চোটের জন্য ছিটকে গিয়েছিলেন এই তরুণ তারকা। তিনি ছিটকে যাওয়ায় পথ হারায় বার্সেলোনা।
ইয়ামালকে ছাড়া লা লিগায় দুটি ম্যাচ খেলেছিল বার্সা। কিন্তু জয় পায়নি। একটি ম্যাচে হার এবং একটি ম্যাচ ড্র করতে হয়েছিল। এদিন লাস পালমাসের বিরুদ্ধে ইয়ামাল নামলেও বার্সা জিততে পারেনি। বিরতির পর বদলি হিসেবে ইয়ামালকে মাঠে নামান হ্যান্সি ফ্লিক।
৪৯ মিনিটে রামিরেজের গোলে এগিয়ে গিয়েছিল লাস পালমাস। বার্সার হয়ে সমতা ফেরান রাফিনিয়া। ৬১ মিনিটে ১-১ করেন তিনি। এর ছ' মিনিট পরে সিলভার গোলে এগিয়ে যায় লাস পালমাস। সেই গোল আর শোধ করতে পারেনি বার্সেলোনা।
কাউন্টার অ্যাটাকে বার্সার রক্ষণকে চাপে ফেলে লাস পালমাস। রক্ষণের উপরেও বেশ নজর ছিল তাদের। বক্সের ভিতরে বার্সাকে শট নেওয়ার সুযোগ দেয়নি লাস পালমাস। খেলার শেষ লগ্নে বার্সার আক্রমণের ঝাঁজ বাড়ে। কিন্তু গোল পায়নি বার্সেলোনা। ১৫ ম্যাচে বার্সার পয়েন্ট ৩৪। দুই ম্যাচ কম খেলে ৩০ পয়েন্ট রিয়াল মাদ্রিদের।
