আজকাল ওয়েবডেস্ক: চলন্ত বাসে পান খেতে খেতে যাচ্ছিলেন ৪৫ বছর বয়সি যুবক। সঙ্গে ছিলেন স্ত্রী। চলন্ত বাস থেকে পানের পিক ফেলতে গিয়েই ঘটল মর্মান্তিক পরিণতি। চলন্ত বাস থেকে ছিটকে পড়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুবক। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সুলতানপুরে। এদিন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে চলন্ত বাস থেকে ছিটকে পড়েন রামজীবন। পুলিশ জানিয়েছে, এসি বাসের জানলা বন্ধ থাকায়, বাসের দরজা খুলে পানের পিক ফেলতে গিয়েছিলেন রাজজীবন। তাতেই ঘটে বিপত্তি। বাসের দরজা খুলে পানের পিক ফেলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তিনি। বাসের চাকায় পিষে মৃত্যু হয় তাঁর। 

পুলিশ জানিয়েছে, মৃত যুবক লখনউয়ের বাসিন্দা। বাসে তাঁর সঙ্গেই ছিলেন স্ত্রী। বাসটি আজমগড় থেকে লখনউয়ের দিকে যাচ্ছিল। এক্সপ্রেসওয়েতে বাসের দরজা খুলে পানের পিক ফেলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তিনি। তড়িঘড়ি করে বাসটি থামানো হয়। স্থানীয়রা প্রথমে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে যুবককে উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাসটিকে থানায় রাখা হয়েছে। দুর্ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ।