নিজস্ব সংবাদদাতা: টিআরপির প্রতি সপ্তাহেই ভাল ফল করে জি বাংলার ধারাবাহিক 'কোন গোপনে মন ভেসেছে'। শ্যামলী ও অনিকেতের জুটি দর্শকমহলে দারুণ প্রশংসিত হচ্ছে। সেই ছবিই ধরা পড়ছে এই ধারাবাহিক নিয়ে নেটিজেনদের ইতিবাচক মন্তব্যে।
একের পর এক নতুন মোড়ে দর্শকের মনোযোগ আকর্ষণ করেছে অনিকেত-শ্যামলীর গল্প। কিন্তু তাদের মাঝে কাঁটা হয়ে রয়েছে অনিকেতের প্রাক্তন প্রেমিকা অহনা। যতবার নিজেদের মাঝে ভুল বোঝাবুঝি সরিয়ে এক হতে যায় অনিকেত-শ্যামলী, ততবারই অহনার চক্রান্তের শিকার হয় তারা। কিন্তু অহনার মুখোশ খুলে দেয় শ্যামলী।অনিকেত নিজের ভুল বুঝতে পারে এবং শ্যামলীর কাছে নিজেদের জীবন নতুন করে শুরু করতে চেয়ে আরেকটি সুযোগ চেয়ে নেয়। শ্যামলী কি অনিকেতকে দ্বিতীয় সুযোগ দেবে?
এর মধ্যেই, জোড়াবাড়ির সকলের সামনে শ্যামলী অনিকেতকে ডিভোর্সের কথা বলে। তাহলে সত্যি কি ডিভোর্স হয়ে যাবে অনিকেত-শ্যামলীর? এই প্রশ্নের মাঝেই নতুন বিপদের মুখে তারা।
সম্প্রতি, প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, মাঝরাতে হঠাৎ গাড়ি খারাপ হয়ে যায় অনিকেতের। বাধ্য হয়ে শ্যামলীকে নিয়ে একটা হোটেলে আসে সে। কিন্তু সেখানে দরজায় কড়া নাড়ে পুলিশ। তারা যে বিবাহিত দম্পতি তা না বুঝেই থানায় নিয়ে যেতে চায়। শ্যামলী বাধা দিলেও অনিকেত তাদের বিয়ে অস্বীকার করে এবং পুলিশের কাছে ধরা দেয়। নতুন মোড়ে কোন ঝড় আসতে চলেছে অনিকেত-শ্যামলীর জীবনে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।
