আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে দাপুটে জয়ের পর অ্যাডিলেড টেস্টের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল। তারই প্রস্তুতিস্বরূপ ক্যানবেরায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে দু'দিনের প্র্যাকটিস ম্যাচ খেলবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। গোলাপী বলের টেস্ট দুই দলের কাছেই বড় চ্যালেঞ্জ। অ্যাডিলেডে নামার আগে পরিবেশ এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে মুখিয়ে থাকবেন ভারত অধিনায়ক। অস্ট্রেলিয়ায় পৌঁছনোর পর এই প্রথম প্র্যাকটিস ম্যাচে নামবেন রোহিত। শনিবার থেকে ক্যানবেরার মানুকা ওভালে শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের ম্যাচ। ভারতে কোথায় দেখা যাবে এই ম্যাচ? এই খেলা সরাসরি সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এছাড়াও ম্যাচ ডিজনি + হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে লাইভ স্ট্রিম করা হবে। ভারতীয় সময় সকাল ৯.১০ মিনিটে শুরু হবে খেলা।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশেকে নেতৃত্ব দেবেন জ্যাক এডওয়ার্ডস। বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন স্কট বোল্যান্ড। গোলাপী বলে দিন-রাতের টেস্টের প্রস্তুতিতে এই ম্যাচ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। অস্ট্রেলিয়ার টেস্ট দলে আছেন বোল্যান্ড। প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স দিয়ে প্রথম একাদশে সুযোগ পাওয়ার চেষ্টা করবেন অজি পেসার। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশে অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশ্রণ। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের প্লেয়ার এবং উঠতি তারকা অলি ডেভিস ছাড়াও রয়েছেন প্রাক্তন টেস্ট ওপেনার ম্যাথিউ রেনশ। প্রায় তিন বছর পর গোলাপী বলের টেস্ট খেলবে ভারত। তাই পরিবেশ এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার সামনে।