আজকাল ওয়েবডেস্ক: সোনার গয়না ব্যাগ ভর্তি ছিনতাই করে পালাতে গিয়েও শেষ রক্ষা হল না। রাস্তা ভুলে বাইক নিয়ে সবজির বাজারে ঢুকে পড়লেন দুষ্কৃতীরা। হাতে নাতে দু'জনকে ধরা গেলেও ব্যাগ সমেত পালিয়ে যেতে সক্ষম হন অন্য জন। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দুবরাজপুর শহরে। পুলিশ ওই দুই দুষ্কৃতীকে আটক করেছে। তৃতীয় জনের খোঁজ চলছে।
পুলিশ সূত্রে খবর, দুবরাজপুরের ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রতন দাস পেশায় স্বর্ণকার। প্রায় প্রতিদিনই তিনিসোনার গয়না হলমার্ক করাতে দুর্গাপুরে যান। বুধবারও সেই কাজ সেরে দুবরাজপুর স্টেশনে নেমে সাইকেলে করে বাড়ি ফেরার পথে দুবরাজপুরের সেনপাড়ায় তাঁর হাত থেকে অজ্ঞাতপরিচয় তিনজন দুষ্কৃতী গয়না ভর্তি ব্যাগটি ছিনতাই করে নিয়ে পালায়। তিন জনই একটি বাইকে এসেছিলেন। বাইকটিতে কোনও নম্বরপ্লেট ছিল না। ওই ব্যাগে দুবরাজপুরের বিভিন্ন সোনার দোকানের লক্ষাধিক টাকার সোনার অলংকার ছিল বলে জানা গিয়েছে।
পালিয়ে যাওয়ার সময় দুষ্কৃতীরা রাস্তা ভুল করে মোটরবাইক নিয়ে ঢুকে পড়ে দুবরাজপুর সবজি বাজারে এবং সেখানে উপস্থিত জনতার হাতে ধরা পড়ে যান দু'জন। এক জন গয়না ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দেয়। পরে পুলিশ গিয়ে দু'জনকে দুবরাজপুর থানায় নিয়ে আসে এবং আটক করা হয়েছে নম্বরবিহীন বাইকটিও।
