আজকাল ওয়েবডেস্ক: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বিধ্বংসী মেজাজে হার্দিক পাণ্ডিয়া। মাত্র ৩০ বলে ৬৯ রান করেন তিনি। তাঁর এই ঝোড়ো ব্যাটিংয়ে বরোদা তিন উইকেটে হারায় তামিলনাড়ুকে। 

হোলকার স্টেডিয়ামে ঝড় তোলেন হার্দিক। ৩১ বছরের তারকা অলরাউন্ডার ৪টি চার ও সাতটি বিশাল ছক্কা হাঁকান। 

তামিলনাড়ু বোলারদের মাঠের যত্রতত্র ছুড়ে ফেলেন হার্দিক। বরোদার ইনিংসের ১৭-তম ওভার গুরজপনীত সিং করতে আসেন। হার্দিক সেই ওভারে ২৯ রান নেন। পরপর চারটি ছক্কা হাঁকান তিনি। সঙ্গে একটি চার।

 

?ref_src=twsrc%5Etfw">November 27, 2024

২২২ রান তাড়া করতে নেমে হার্দিক পাণ্ডিয়া নামেন ছ' নম্বরে। শেষ ওভারে বরোদার জয়ের জন্য দরকার ছিল ১১ রান। সেই ওভারে হার্দিক পাণ্ডিয়া রান আউট হয়ে যান। কিন্তু রাজ লিম্বানি ও এ শেঠ ঠান্ডা মাথায় বরোদাকে জয় এনে দেন এক বল বাকি থাকতে। 

এবার দাদা ক্রুনাল পাণ্ডিয়ার নেতৃত্বে সৈয়দ মুস্তাক আলিতে খেলছেন হার্দিক। তামিলনাড়ুর বিরুদ্ধে ম্যাচের আগে গুজরাটের বিরুদ্ধে ৭৪ রানে অপরাজিত ছিলেন পাণ্ডিয়া। উত্তরাখণ্ডের বিরুদ্ধে ৪১ রানে অপরাজিত ছিলেন তিনি। তামিলনাড়ুর বিরুদ্ধে ম্যাচে বল হাতে অবশ্য সফল হতে পারেননি হার্দিক। তিন ওভার হাত ঘুরিয়ে ৪৪ রানের বিনিময়ে উইকেট পাননি পাণ্ডিয়া।