আজকাল ওয়েবডেস্ক: মালদার  গাজোল উত্তপ্ত, সরকারি মাছ চাষের পুকুর দখলকে কেন্দ্র করে সংঘর্ষ। আহত বেশ কয়েকজন। ঘটনার তদন্তে নেমে গাজোল থানার আইসি চন্দ্রশেখর ঘোষালকে ক্লোজ করে দেওয়া হল। অতিরিক্ত পুলিশ সুপার তদন্ত রিপোর্ট জমা দেওয়ার পর জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব এই নির্দেশ দেন। চন্দ্রশেখরের জায়গায় ওই থানার নতুন আইসি হয়ে এসেছেন দেবব্রত চক্রবর্তী। 

মঙ্গলবার সরকারি মাছ চাষের পুকুর দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। একাধিক বাড়িতে ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়া পর পরপর বেশ কয়েকটি বাড়িতে। তাতে আহত হয়েছিল দু’ পক্ষের বেশ কয়েকজন।পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্রামে পৌঁছতে হয়েছিল দমকলকেও।  মালদার গাজোল থানার আকালপুর এলাকার ঘটনা। জানা গিয়েছে, গাজোলের শ্যামপুর গ্রামে দু'টি মাছের পুকুরের দখল নিয়ে বেশ কিছুদিন ধরে আকালপুর গ্রামের পরেশ সরকার, বিশ্বনাথ সরকারের সঙ্গে বিবাদ চলছিল শ্যামপুর গ্রামের লালচাঁদ প্রামাণিক, সুরজিৎ প্রামানিকদের।

তা নিয়ে দু'পক্ষের বিবাদ গড়িয়েছে আদালতে। অভিযোগ, মামলা আদালতে থাকলেও, তাই বাইরেও বিবাদ চলছিল, যা পরিণত হয় সংঘর্ষে।   শ্যামপুর গ্রামের বাসিন্দা লালচাঁদ প্রামানিকের ওপর হামলা চালায় পরেশ সরকারের দলবল। মঙ্গলবার সকালে শ্যামপুর গ্রামের বাসিন্দা সুরজিৎ প্রামানিক ও মনোজ প্রামাণিকের ওপরেও হামলা হয় বলে অভিযোগ। সকালে এই হামলার প্রতিবাদ করে শ্যামপুর গ্রামের লোকজন আকালপুর গ্রামের পরেশ সরকার ও বিশ্বনাথ সরকারের বাড়িতে হামলা চালায়। বাড়িঘর ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। 

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, এই পুকুর সরকারের। গ্রামের কোনও পরিবার এই পুকুরের মালিক নয়। তবুও এই পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছে গ্রামেরই দুই পরিবার পরামানিক পরিবার এবং সরকার পরিবারের মধ্যে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনার জেরেই গাজোল থানার আইসিকে ক্লোজ করা হয়