আজকাল ওয়েবডেস্ক: পুলিশি হেফাজতে পাঠানো হল বিজেপির প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক নবারুণ নায়েককে। বুধবার তমলুক জেলা আদালত তাঁকে ছ'দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। আগামী ২ ডিসেম্বর তাঁকে ফের আদালতে পেশ করা হবে। এদিন যখন তাঁকে আদালতে নিয়ে যাওয়া হয় তখন সংবাদমাধ্যমের কোনও প্রশ্নের উত্তর তিনি দেননি। ভুয়ো টেন্ডার দুর্নীতিতে অর্থ আত্মসাৎ করার অভিযোগ করা হয়েছে তাঁর বিরুদ্ধে। ঘটনায় নবারুণের সঙ্গে গ্রেপ্তার হয়েছেন তাঁর স্ত্রী তনুশ্রী রায় নায়েক। মঙ্গলবারই বিজেপি নবারুণকে দলের রাজ্য সম্পাদকের পদ থেকে সরিয়ে দিয়েছে।

অভিযুক্ত এই বিজেপির নেতার বিরুদ্ধে কলকাতার গড়িয়ার বাসিন্দা এক ঠিকাদার অভিযোগ করেন, অসমে কম্বল সরবরাহের বরাত পাইয়ে দেওয়ার নাম করে তাঁর এবং অপর এক ঠিকাদারদের থেকে ১ কোটি ৬০ লক্ষ টাকা নিয়েছেন নবারুণ। তাঁদের অভিযোগ, দু'টি টেন্ডারের ভুয়ো কাগজপত্র দেখিয়ে এই টাকা নেওয়া হয়েছে। এরপর যখন তাঁরা বুঝতে পারেন তাঁরা দুজনেই প্রতারিত হয়েছেন তখন পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। মোট ছ'জনের নামে অভিযোগ দায়ের হয়। 

অভিযোগ পেয়ে তমলুক থানার পুলিশ তদন্ত শুরু করে। দিনের পর দিন হাজিরা এড়িয়ে গিয়েছেন নবারুণ। মঙ্গলবার চতুর্থ পর্যায়ের জেরায় তাঁর কথার বিভিন্ন অসঙ্গতি ধরা পড়ে। শেষ পর্যন্ত ওই দিন সন্ধ্যায় নবারুণ ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। ঘটনার জন্য স্থানীয় তৃণমূলের তরফে বিজেপি ও নবারুণের কড়া সমালোচনা করা হলেও বিজেপি নেতার দাবি, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার।