আজকাল ওয়েবডেস্ক: বাইক দুর্ঘটনায় একপ্রকার ছিটকেই গিয়েছিলেন আইপিএলের গ্রহ থেকে। রাঁচীর ক্রিস গেইল আবার ফিরলেন আইপিএলে। 

রবিনের পরিবারে ফিরে এল খুশির আমেজ। ৬৫ লাখ টাকায় উইকেট কিপার-ব্যাটারকে নিলামে নিল মুম্বই ইন্ডিয়ান্স। 

নিলামে রবিনের জন্য বিড করেছিল চেন্নাই সুপার কিংসও। রবিনকে নিয়ে বাবা ফ্রান্সিস ও মহেন্দ্র সিং ধোনির কথা হয়েছিল। সেই কারণেই হয়তো চেন্নাই রবিনের জন্য তদ্বির করে নিলামে। কিন্তু শেষমেশ মুম্বই নেয় তাঁকে। 

গুজরাট টাইটান্স ২০২৩ আইপিএলের নিলামে ৩.৬ কোটির বিনিময়ে রবিনকে নিয়েছিল। এমনও কথা হয়েছিল, যেখানেই তাঁর অভিষেক ঘটবে, সেখানেই গোটা পরিবার উড়ে যাবে। কিন্তু সেই স্বপ্ন ধাক্কা খায়। গুজরাট টাইটান্স শিবিরে যোগ দেওয়ার আগে বাইক দুর্ঘটনা হয় রবিন মিনজের। 

কাওয়াসাকি বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন রবিন। তাঁর বাড়ির সামনেই আরেকটি বাইককে ধাক্কা মেরে বসে রবিন মিনজের বাইক। সেই দুর্ঘটনা গোটা মরশুমের জন্য ছিটকে দেয় রবিনকে। পরিবার হতাশ হয়ে পড়ে। 

কিন্তু চোটআঘাত সারিয়ে ওঠার পরে দাম অনেকটাই কমে রবিনের। মিনজ পরিবারের গ্যারাজে এখনও রয়ে গিয়েছে সেই অবিশপ্ত কাওয়াসাকি বাইকটি। রবিনের মা এলিস খুব খুশি।