মিল্টন সেন,হুগলি:  ভারতবর্ষে বিজেপি বিরোধী জোট নিয়ে বিস্ফোরক শ্রীরামপুরের সাংসদ কল্যান ব্যানার্জি। তিনি বলেছেন, যারা ব্যর্থ হচ্ছেন, তাদের তো ব্যর্থতা স্বীকার করতে হবে। ইগো থাকলে হবে না। ইন্ডিয়া জোট, সমস্ত বিরোধী দলের জোটকে নেতৃত্ব দেবেন মমতা ব্যানার্জি।সারা ভারতবর্ষের মানুষ চাইছে মমতা ব্যানার্জির নেতৃত্বে সামনে রেখে লড়াই করতে। মমতা ব্যানার্জি ছাড়া কিছুই সম্ভব নয়।

 

 কল্যাণ বাবু বলেছেন,'মমতা ব্যানার্জি ছাড়া পশ্চিম বাংলায় কিছু নেই। বিরোধী দল বলে কিছু নেই। মানুষের ভরসা, মানুষের বিশ্বাস, আস্থা মমতা ব্যানার্জি। তাই ৬/০ হয়েছে। আগামী দিনে কোনও বিরোধী দলনেতা থাকবে না। রাজ্যে ৩০ টা আসনও পাবে না। তবে সারা ভারতবর্ষ ব্যাপী কংগ্রেস যখন পিছিয়ে পড়ছে, অন্যান্য রাজনৈতিক দল বিরোধী দল যখন পিছিয়ে পড়ছে। তখন তাদের ইগো ছেড়ে দিয়ে। দলের অস্তিত্ব রেখে সমস্ত কিছু ছেড়ে দিয়ে ইন্ডিয়া জোট হিসেবে, বিরোধী জোট হিসেবে। সমস্ত জোটের নেত্রী হিসেবে মমতা ব্যানার্জীকে সামনে নিয়ে আসা উচিত।

 

তিনি আরও বলেন,  এটা কোনও ইগোর ব্যাপার নয়। যারা ব্যর্থ হচ্ছেন, তাদের তো স্বীকার করতে হবে, তারা ব্যর্থ হচ্ছেন। হরিয়ানায় ব্যর্থ হয়েছেন। মহারাষ্ট্রে ব্যর্থ হয়েছেন। এই ব্যর্থতাগুলোকে মেনে নিতে হবে। তাহলে কে নেতৃত্ব দিতে পারেন? কে এগিয়ে নিয়ে যেতে পারেন? ভারতবর্ষের মানুষ যাকে নেত্রী হিসেবে মনে করে। যার প্রতিবাদী কণ্ঠস্বর ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছে যায়। তারা মনে করে মমতা ব্যানার্জীর নেতৃত্বকে সামনে এগিয়ে নিয়ে সমস্ত রাজনৈতিক দল যদি লড়াই করে।

 

তার দাবি আগামী দিনে নিঃসন্দেহে বিজেপি এবং নরেন্দ্র মোদি হটে যাবে। এই বিষয়ে আমার কোনও দ্বিধা নেই। দ্বিধাহীন কণ্ঠে আমি সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন করবো, আপনারা মেনে নিন। মেনে নিন মমতা ব্যানার্জি ছাড়া কিছু হবে না। মমতা ব্যানার্জির নেতৃত্বে আগামী দিনে ভারতবর্ষে লড়াই করতে হবে।'