আজকাল ওয়েবডেস্ক: শ্রেয়স আইয়ার বিক্রি হয়েছিলেন ২৬ কোটি ৭৫ লাখ টাকায়। আইপিএলের ইতিহাসে সেটাই ছিল সর্বোচ্চ।
কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিয়েছিল শ্রেয়সকে। গতবার তাঁর নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেই ক্যাপ্টেনকেই ছেড়ে দিয়েছিল নাইটরা। শ্রেয়সকে আকাশ ছোঁয়া দামে কিনে নেয় প্রীতি জিন্টার পাঞ্জাব কিংস।
কিন্তু আধ ঘণ্টাও সেই রেকর্ড টেকেনি। পন্থের দাম ওঠে চড়চড় করে। একসময়ে দিল্লিকে জিজ্ঞাসা করা হয়, তারা রাইট টু ম্যাচ কার্ড প্রয়োগ করে পন্থকে নেবে কিনা। দিল্লি সম্মতিও দেয়। কিন্তু পন্থের জন্য মরিয়া হয়ে ঝাঁপানো লখনউ সুপার জায়ান্টসকে জিজ্ঞাসা করা হয়, তারা কত দাম দিতে চায়। লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ইশারা করে দেখান, তাঁরা পন্থের জন্য ২৭ কোটি দিতে প্রস্তত। দিল্লি এই টাকার অঙ্কের কথা শুনে পিছু হঠে। ২৭ কোটি টাকায় পন্থকে দলে নেয় লখনউ। পরিস্থিতি যে দিকে মোড় নিচ্ছে, পন্থের বিশাল টাকার অঙ্ক ছাপিয়ে যেতে পারবেন না কেউই।
????????????????????????-???????????????????????????????? ???????????????????????????? ????
— IndianPremierLeague (@IPL)
Snippets of how that Historic bidding process panned out for Rishabh Pant ???? ???? #TATAIPLAuction | #TATAIPL | @RishabhPant17 | @LucknowIPL | #LSG pic.twitter.com/grfmkuCWLDTweet by @IPL
পন্থ যে সব চেয়ে দামি হতে চলেছেন এবারের আইপিএলে, সেরকম অনুমান করেছিলেন সবাই। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি বলেছিলেন, পন্থকে ২৬-২৭ কোটিতে কেনা হলেও, ওর দাম ৫০ কোটি। আইপিএলের নিলামে সেটাই হল। পন্থ সব চেয়ে দামি ক্রিকেটার এখনও পর্যন্ত।
