আজকাল ওয়েবডেস্ক: অপেক্ষার অবসান ঘটিয়ে রবিবার পারথে পৌঁছেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। শনিবার মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে রোহিতকে দেখা যায়। তখনই তিনি রওনা দেন অস্ট্রেলিয়ার উদ্দেশে।
নিউজিল্যান্ড সিরিজের পর পারিবারিক কারণে দলের সঙ্গে প্রথম টেস্টে ছিলেন না। দ্বিতীয় সন্তানের জন্মের কারণে রোহিত প্রথম টেস্টে অংশ নিতে পারেননি। তবে ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে তাঁর প্রত্যাবর্তনের সম্ভাবনা রয়েছে। মুম্বাই থেকে পারথের পথে যাওয়ার সময় রোহিতকে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে। পারথ বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি একটি বিলাসবহুল গাড়িতে করে দলের সঙ্গে যোগ দেন।
প্রসঙ্গত, প্রথম টেস্টে রোহিত শর্মাকে ছাড়াই শক্তিশালী পারফরম্যান্স ভারতীয় দলের। প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়ার পরেও ম্যাচে আধিপত্য বিস্তার করেছে ভারত। রোহিতের জায়গায় ওপেন করা কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়াল ওপেনিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসে রেকর্ড গড়া পার্টনারশিপ উপহার দেন। রোহিতের জায়গায় স্ট্যান্ড ইন ক্যাপ্টেন জসপ্রীত বুমরার অধিনায়কত্বে দুর্দান্ত পারফরম্যান্স ভারতের।
পাশাপাশি, অভিজ্ঞতা কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিরাট কোহলি। অন্যদিকে, রোহিত শর্মার প্রত্যাবর্তনে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলের শক্তি আরও বাড়বে বলে আশা করছেন ক্রিকেট ভক্তরা।
