রবিবার ০৪ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Sumit | ২২ নভেম্বর ২০২৪ ১৬ : ১৪Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : হাওড়ার জেলার বেলুড় এলাকার দুই ব্যবসায়ী ভাইকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশের তৎপরতায় ফরাক্কা থানার আধিকারিকদের হাতে ধরা পড়ল পাঁচ অপহরণকারী। উদ্ধার করা হয়েছে দুই অপহৃত ব্যক্তিকে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে। জেলা পুলিশের এক শীর্ষ অধিকারিক জানিয়েছেন, অপহৃত ব্যক্তিদের উদ্ধারের খবর পাওয়ার পর হাওড়া পুলিশের একটি দল ইতিমধ্যে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছে। অপহৃত দুই ব্যক্তি এবং অপহরণকারীদেরকে নিয়ে তারা হাওড়া ফিরে যাবেন বলে সূত্রের খবর।
পুলিশ সূত্রে খবর, অপহৃত দুই ব্যক্তির নাম সমীর খান (২৩) এবং মহম্মদ আম্বর খান (২৫)। তাঁদের বাড়ি হাওড়া জেলার লিলুয়া-বেলুড় এলাকায়। ওই দুই ব্যক্তি লোহার ছাঁটের ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে। ব্যবসা সংক্রান্ত বিবাদের জেরে দুই ব্যক্তিকে অপহরণ করা হয়েছিল বলে সূত্রের খবর। বৃহস্পতিবার হাওড়া জেলার একটি এলাকা থেকে সমীর এবং আম্বরকে অপহরণ করে পাঁচ ব্যক্তি। এরপর তাদের পরিবারের কাছ থেকে সাড়ে তিন কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়। ওই দুই ব্যক্তির পরিবার এরপর হাওড়া পুলিশের সঙ্গে যোগাযোগ করে।
পুলিশ সূত্রের খবর, সমীর এবং আম্বরকে অপহরণ করার পর অপহরণকারীরা ঘনঘন নিজেদের অবস্থান বদলাতে থাকে। হাওড়া পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য অপহরণকারীরা সমীর এবং আম্বরকে উত্তরবঙ্গের কোনও একটি গোপন ডেরাতে লুকিয়ে রাখার পরিকল্পনা করেছিল। শুক্রবার সকাল ন'টা নাগাদ নিউ ফরাক্কা মোড়ে একটি নবনির্মিত হোটেলে বিশ্রাম নেওয়ার জন্য দুই অপহৃতকে নিয়ে পাঁচজন অপহরণকারী একটি বাইক এবং গাড়িতে করে আসে।
বাইক এবং গাড়িটি হোটেলের পার্কিং লটে রেখে সমীর এবং অম্বরকে নিয়ে দুই অপহরণকারী হোটেলের একটি ঘরের মধ্যে ঢুকে যায়। বাকি তিন অপহরণকারী হোটেলের লবিতে বসেছিল। গোপন সূত্রে খবর পেয়ে সেই সময় ফরাক্কা থানার পুলিশের একটি দল ওই হোটেলে অভিযান চালায় এবং পাঁচ অপহরণকারী সহ দুই অপহৃত ব্যক্তিকে সেখান থেকে ফারাক্কা থানায় নিয়ে যায় পুলিশ। উদ্ধার হয়েছে অপহরণে ব্যবহৃত গাড়িটি।
সূত্রের খবর, ফরাক্কার খুন্তিপাড়া এলাকার বাসিন্দা জনৈক রাজু দেবনাথ নামে এক যুবক নিউ ফরাক্কা মোড়ে ১২ নম্বর জাতীয় সড়কের ধারে ছোটখাটো ওই হোটেলটি 'বুক' করেছিল। অপহরণকারীরা সমীর এবং আম্বরকে হোটেলের ঘরের মধ্যে হাত-পা দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফরাক্কা থানার পুলিশ রাজু দেবনাথ ছাড়াও মালদার বৈষ্ণবনগর থানা এলাকার বাসিন্দা জনৈক রিঙ্কু শেখ, রেহান শেখ, সাত্তার শেখ এবং নদিয়া জেলার বাসিন্দা অভিজিৎ বালাকে আটক করেছে। অপহরণকারীদের সঙ্গে কী নিয়ে বিবাদ পুলিশ তা তদন্ত করে দেখছে।
নানান খবর

নানান খবর

সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক

তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের

টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক

মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার

দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা