আজকাল ওয়েবডেস্ক : ঝাড়খণ্ড থেকে মুর্শিদাবাদে পাচার করার সময় ফের একবার বিপুল পরিমাণ কয়লা উদ্ধার করল মুর্শিদাবাদের সুতি থানার পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে সুতি থানার কান্দুয়া বিট হাউসের অফিসাররা বৈষ্ণবডাঙ্গা এলাকায় অভিযান চালান। সেখানে একটি পুকুরের ধার থেকে উদ্ধার হয় প্রায় ৫০ কুইন্টাল বেআইনিভাবে মজুত করে রাখা কয়লা। তবে এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশ সূত্রে খবর, কয়েকদিন ধরে ঝাড়খণ্ডের খোলা মুখ কয়লাখনিগুলো থেকে বেআইনিভাবে উত্তোলন করা বিপুল পরিমাণ কয়লা বীরভূম হয়ে মুর্শিদাবাদের সুতি থানার বৈষ্ণবডাঙ্গা এলাকাতে এনে জড়ো করে রাখা হচ্ছিল। এরপরই পুলিশ খবর পায় কিছু কয়লা মাফিয়া বেআইনিভাবে আনা কয়লা বৈষ্ণবডাঙ্গা এলাকায় একটি পুকুরের ধারে মাটি চাপা দিয়ে রেখেছে। পুলিশ জেসিবি মেশিন নিয়ে এসে ওই এলাকার মাটি খুঁড়ে পুঁতে রাখা কয়লা উদ্ধার করে। প্রসঙ্গত, গতমাসেও সুতি থানার চন্ডীতলা গ্রামে অভিযান চালিয়ে পুলিশ প্রায় ১০০ কুইন্টাল বেআইনিভাবে মজুত করে রাখা কয়লা উদ্ধার করেছিল।
