আজকাল ওয়েবডেস্ক: বর্ডার–গাভাসকার ট্রফিতে বড় রেকর্ডের মুখে দাঁড়িয়ে বিরাট কোহলি। আর ৩৫০ রান করলেই রিকি পন্টিংকে টপকে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে যাবেন। তালিকার প্রথম দুটো নাম শচীন তেন্ডুলকার ও কুমার সাঙ্গাকারা। আরও একটি রেকর্ডের মুখে দাঁড়িয়ে বিরাট। অস্ট্রেলিয়ায় টেস্টে ভারতীয় ব্যাটারদের মধ্যে শতরানের নিরিখে যুগ্মভাবে শীর্ষে আছেন শচীন ও বিরাট। দু’জনেরই রয়েছে ছ’টি করে সেঞ্চুরি। আর একটি করতে পারলেই শচীনকে টপকে যাবেন বিরাট।
তবে কোহলির ব্যাটে রান নেই একেবারেই। নিউজিল্যান্ড সিরিজে তিন টেস্টে তিনি করেছিলেন মাত্র ৯৩ রান। তার মধ্যে একটি ইনিংসে ছিল ৭০। বাকি পাঁচ ইনিংেস এসেছিল মাত্র ২৩। চলতি মরশুমে ৬ টেস্টে বিরাটের সংগ্রহ মাত্র ২৫০ রান। গড় ২২.৭২। করেছেন মাত্র একটি অর্ধশতরান।
এদিকে রাত পোহালেই শুরু হচ্ছে বর্ডার–গাভাসকার ট্রফি। রোহিতের অনুপস্থিতিতে যশস্বীর সঙ্গে ওপেন কে করবেন তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। মিডল অর্ডারে কারা থাকবেন তা এখনও নিশ্চিত নয়। তিন পেসার না চার পেসার তা নিয়েও এখনও ভাবনাচিন্তা করছে টিম ম্যানেজমেন্ট। তার উপর বিরাটের ফর্ম নিয়ে রয়েছে চিন্তা। তবে বড় ক্রিকেটাররা সবসময় বড় মঞ্চই বেছে নেন নিজেদের প্রমাণের জন্য।
