আজকাল ওয়েবডেস্ক : বিগত সরকারকে ফের একবার কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, আগামী বছরেই লোকসভা নির্বাচন। সেখানে বিজেপি ফের কেন্দ্রে সরকার গঠন করবে। বিগত ১০ বছর ধরে দেশের উন্নতির যে ধারা বিজেপি করেছে তাতে খুশি দেশবাসী। বিগত সরকার নিজেদেরকে জনগণের বাবা-মায়ের সঙ্গে তুলনা করলেও তারা শুধুই ভোটব্যাঙ্কের রাজনীতি করেছে। তিনি আরও যোগ করেন, দরিদ্র, যুব, কৃষকদের উন্নতির কাজই আগামীদিনে বিজেপির প্রধান টার্গেট। বিকশিত ভারত সংকল্প যাত্রার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের নানা প্রকল্পগুলি জনসমক্ষে তুলে ধরা হবে। দেশের উন্নতির সঙ্গে কোনও রকমের আপোষ করা হবে না বলেও এদিন জানিয়ে দেন প্রধানমন্ত্রী। এই যাত্রার মাধ্যমে দেশবাসী মোদী সরকারের কাজ সম্পর্কে আরও বেশি জানতে পারবে। অন্য কেউ গ্যারান্টি না দিতে পারলেও মোদীর গ্যারান্টির কাছে সকলেই হার মেনেছে। মোদী সরকার যে বলে তাই করে দেখায়, দাবি প্রধানমন্ত্রীর। এছাড়া আগামীদিনে জন ঔষধি কেন্দ্র এবং ড্রোন দিদি যোজনার মাধ্যমে সাধারণ মানুষের আরও কাছে যাবে বিজেপি সরকার। এদিন প্রধানমন্ত্রী বলেন, বিরোধীরা যতই জোট তৈরি করুক না কেন বিজেপিকে রুখতে পারবে না।