আজকাল ওয়েবডেস্ক: প্যারাগুয়ের বিরুদ্ধে গ্যালারি থেকে লিও মেসির দিকে উড়ে এসেছে জলের বোতল। প্যারাগুয়ে সমর্থকদের এহেন উগ্র ব্যবহারের জন্য মেসির কাছে ক্ষমা চাইলেন প্যারাগুয়ের ফুটবলার ওমর আলদেরেত।
আর্জেন্টাইন মহাতারকাকে প্যারাগুয়ান ফুটবলার জানান, এই বোতল ছুড়ে মারা বিক্ষিপ্ত ঘটনা। গোটা দেশের ভালবাসা রয়েছে মেসির প্রতি। এই বিক্ষিপ্ত ঘটনা গোটা দেশের ভালবাসার প্রতিফলন নয়।
প্যারাগুয়ের আসানসিওন ডিফেন্সর্স দেল চাকো স্টেডিয়ামে মেসিকে নিজের খেলা খেলতে দেওয়া হয়নি। আলদেরেত কড়া মার্কিংয়ে রাখেন আর্জেন্টাইন মহাতারকাকে। মেসিকে একাধিকবার কড়া ট্যাকল করেন তিনি।
বিরতির ঠিক আগে ব্রাজিলীয় রেফারির দিকে তেড়ে যান মেসি। তাঁকে বলেন, ''তোমাকে আমি পছন্দ করি না। তুমি কাপুরুষ।''
আরেক বার কর্নার কিক নেওয়ার সময় মেসির দিকে গ্যালারি থেকে উড়ে আসে বোতল। দর্শকদের এহেন আচরণে দুঃখ প্রকাশ করেছেন আলদেরেত।
ইনস্টাগ্রামে মেসিকে উদ্দেশ্য করে আলদেরেত লিখেছেন, ''প্রিয় লিও মেসি, তোমার দিকে কেউ বোতল ছুঁড়ে মেরেছিল। এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমার দেশের পক্ষ থেকে ক্ষমা চাইছি। তুমি এখানকার অসংখ্য মানুষের জন্য আদর্শ। তোমাকে এই অসম্মানজনক আচরণের জন্য আমরা গভীরভাবে অনুতপ্ত। এই ঘটনা কিন্তু তোমার প্রতি আমাদের ভালোবাসার যথার্থ প্রতিফলন নয়।''
