আজকাল ওয়েবডেস্ক: বেড়াতে গিয়ে রিসোর্টে তুমুল মজা করছিলেন তিন বান্ধবী। সকাল হতেই নেমে পড়েছিলেন সুইমিংপুলে। তবে তিনজনের কেউই জানতেন না সাঁতার। জলকেলি করতে করতে কেরামতি দেখাতে গিয়ে সুইমিংপুলের গভীরে চলে যান। তাতেই ঘটে বিপত্তি। সুইমিংপুলে স্নান করতে করতে একসঙ্গে মৃত্যু হল তিন ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ম্যাঙ্গালোরের এক রিসোর্টে। তিন পড়ুয়াই মাইসোরের এক ইঞ্জিনিয়ারিং কলেজের ফাইনাল ইয়ারের ছাত্রী। তাঁদের প্রত্যেকের বয়স ২০ বছর। একসঙ্গে বেড়াতে গিয়েছিলেন সমুদ্র সৈকতে। সাঁতার না জেনেই সুইমিংপুলে স্নান করতে নেমে মর্মান্তিক পরিণতি হল তাঁদের। গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজেও।
সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জানিয়েছে, তিন বান্ধবীই একসঙ্গে সুইমিংপুলে নেমেছিলেন। তাঁদের মধ্যে একজন প্রথমে গভীরে চলে যান। কিছুদূর যাওয়ার পরেই বিপত্তি ঘটে। তাঁরা কেউই সাঁতার জানতেন না। ফলে সেখান থেকে নিরাপদ জায়গায় আসার চেষ্টা করেও পারেননি। বান্ধবীকে উদ্ধার করতে আরেকজন এগিয়ে যান। সেই জায়গায় দু'জনেই আটকে পড়েন। পাড়ের কাছে যে বান্ধবী ছিলেন, অবশেষে তিনি বাকি দু'জনকে উদ্ধার করতে যান। এভাবে তিনজনেই সুইমিংপুলের গভীরে চলে যান। তবে বেশিক্ষণ থাকতে পারেননি। ডুবে মৃত্যু হয় তিনজনের।
এই ঘটনার আরও কিছুক্ষণ পর রিসোর্টের কর্মীরা এসে তাঁদের উদ্ধার করেন। খবর দেওয়া হয় পুলিশে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে তারা। গ্রেপ্তার করা হয়েছে রিসোর্টের ম্যানেজারকে। পুলিশ জানিয়েছে, সুইমিংপুলের পাশে কোনও লাইফগার্ড ছিল না। পুলের গভীরতাও উল্লেখ করা ছিল না। নিরাপত্তার ত্রুটি ছিল। ঘটনার তদন্ত জারি রয়েছে।
