আজকাল ওয়েবডেস্ক:‌ দ্বিতীয়বার বাবা হলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। শুক্রবার রাতে রোহিতের স্ত্রী ঋতিকা সচদেব পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। তবে সরকারিভাবে রোহিত বা তাঁর পরিবার এখনও কিছু জানাননি। প্রসঙ্গত, স্ত্রীর পাশে থাকবেন বলেই এখনও অস্ট্রেলিয়া সফরে যাননি রোহিত।


এর আগে ২০১৮ সালে প্রথমবার বাবা হন রোহিত। তাঁদের কন্যার নাম সামাইরা। ছয় বছর পর ফের বাবা হলেন রোহিত। এবার ঘরে এল পুত্রসন্তান। যদিও দ্বিতীয় বার স্ত্রীয়ের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানাননি রোহিত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের শুরুতে থাকবেন না বলে শুধু জানিয়েছিলেন। তার পরেই জানা যায় রোহিত দ্বিতীয় বার বাবা হতে চলেছেন। এটা ঘটনা, স্ত্রীয়ের অন্তঃসত্ত্বা হওয়ার খবর যেমন জানাননি রোহিত, তেমনই এখনও প্রকাশ্যে আনেননি দ্বিতীয় বার বাবা হওয়ার খবরও। সরকারি ভাবে রোহিতেরা কিছু না জানালেও বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার রাতে ঋতিকা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। জানা গেছে মা ও সন্তান দু’‌জনেই সুস্থ আছে। 


এদিকে, ২২ নভেম্বর থেকে শুরু বর্ডার–গাভাসকার ট্রফি। দুটি ব্যাচে ভারতীয় দল অস্ট্রেলিয়া যায়। কিন্তু রোহিত যাননি। বরং ওয়াংখেড়েতে অনুশীলন করছিলেন। এবার জানা গেল তিনি, বাবা হয়েছেন। তবে সরকারিভাবে এখনও রোহিত কিছু জানাননি। এখন দেখার তিনি কবে অস্ট্রেলিয়া উড়ে যান। পার্থ টেস্টের আগেই দলের সঙ্গে যোগ দেবেন কিনা সেদিকেই এখন সবার নজর।