আজকাল ওয়েবডেস্ক: নতুন নজির গড়লেন গোয়ার স্নেহাল কৌথঙ্কর ও কাশ্যপ বাকলে। বিশ্বরেকর্ড করতেই পারতেন গোয়ার দুই ব্যাটার। কিন্তু সেই সুযোগ তো দিলেন না তাঁদেরই অধিনায়ক। আগেই ইনিংসের সমাপ্তি ঘোষণা করে দেন।  সেই সময়ে গোয়ার রান ছিল ২ উইকেটে ৭২৭। 

রঞ্জি ট্রফির প্লেট গ্রুপের ম্যাচটিতে  মুখোমুখি হয়েছিল গোয়া ও অরুণাচল প্রদেশ। অধিনায়ক দর্শন মিশাল ইনিংসের সমাপ্তি ঘোষণা করে দেন আগেই। কৌথঙ্কর ও বাকলে তৃতীয় উইকেটে ৬০৬ রান তোলেন। 

আর ১৯ রান করতে পারলেই প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ রানের জুটির মালিক হতে পারতেন কৌথঙ্কর–বাকলে। ২০০৬ সালে কলম্বোয় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কুমার সঙ্গকারা ও মাহেলা জয়বর্ধনে তৃতীয় উইকেটে ৬২৪ রান তুলেছিলেন। সেই রেকর্ড ভাঙার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল এদিন। 


কৌথঙ্কর ও  বাকলে দু'জনেই ট্রিপল সেঞ্চুরি করেন। কৌথঙ্কর অপরাজিত থাকেন ৩১৪ রানে। ৪টি ছক্কা ও ৪৫টি চার মারেন তিনি। বাকলে ৩০০ রান করেন ২৬৯ বলে। ২টি ছক্কা ও ৩৯টি বাউন্ডারি মারেন তিনি। 

রঞ্জিতে অবশ্য কৌথঙ্কর ও বাকলে সর্বোচ্চ রানের পার্টনারশিপ গড়েন। তার পরেই রয়েছে স্বপ্নিল সুগালে ও অঙ্কিত বাওয়ানের ৫৯৪ রান।