আজকাল ওয়েবডেস্ক: পুলিশের গাড়ির চালক বালি বোঝাই গাড়ি থেকে টাকা তুলছে। অভিযোগ পেয়ে গোপাল দাস নামে সেই চালককে পাকড়াও করলেন পূর্ব বর্ধমানের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। জেলা পুলিশ সুপার জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আইনত ব্যবস্থা নেওয়া হবে। 

 

 

বিধায়ক জানান, তাঁর কাছে কিছু লোক অভিযোগ জানায়, পূর্বস্থলি থানার ভারপ্রাপ্ত আধিকারিকের গাড়ি চালক এলাকার একটি হোটেলে বসে বালির গাড়ির চালকদের থেকে টাকা নেয়। এরপরেই আসরে নামেন তিনি। বৃহস্পতিবার সকালে পূর্বস্থলি উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় খবর মোতাবেক স্থানীয় সেই হোটেলে ঢুকে গোপালকে আটক করে। এরপর পুলিশ গিয়ে তাকে ধরে। 

 

 

সূত্র অনুযায়ী জানা গিয়েছে, পূর্বস্থলি এলাকায় বালির লরি নিয়ে ঢুকতে গেলে আগে থেকেই গোপালকে ফোন করে জানাতে হতো। এরপর গাড়িতে থাকা বালির পরিমাণ অনুযায়ী কারুর থেকে এক হাজার বা দুই হাজার টাকা নিত অভিযুক্ত সে। তার পরিচয় থানার 'ডাক মাস্টার' হিসেবে। বিধায়কের দাবি, ওই চালককে পুলিশ ধরেছে। তিনি শুধু সহযোগিতা করেছেন।