আজকাল ওয়েবডেস্ক : একদিকে যখন ধর্মতলার প্রতিবাদ মঞ্চ থেকে বাংলার তৃণমূল সরকারকে বিঁধলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঠিক তখনই বিধানসভার আম্বেদকর মূর্তির নিচে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে কালো পোশাক পরে ধর্নায় তৃণমূল বিধায়করা। তাদের নেতৃত্বে ছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস সহ অন্য মন্ত্রীরাও। বিধানসভায় এখন শীতকালীন অধিবেশন চলছে। তারই মাঝে চলে তৃণমূলের এই ধর্না কর্মসূচি। তৃণমূলের অভিযোগ, একাধিক প্রকল্পে কেন্দ্রীয় সরকার বরাদ্দ বন্ধ করে রেখেছে। এই নিয়ে লাগাতার আন্দোলনের ডাক দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ২ এবং ৩ ডিসেম্বর রাজ্যের বিভিন্ন ব্লকে ব্লকে প্রতিবাদ জানাবে তৃণমূল কংগ্রেস।এরপর নয়াদিল্লি গিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। সেখানে সমস্যার সমাধান না হলে রাজধানীর বুকে শুরু হবে বাংলার আন্দোলন। সুতরাং গোটা ডিসেম্বর জুড়েই রাজ্য-রাজনীতি তোলপাড় হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেজ্ঞরা।