সোমবার ০৫ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | ট্যাব দুর্নীতি কাণ্ডে বিহার যোগ, মুর্শিদাবাদের ১৫ ছাত্র-ছাত্রীর টাকা চলে গিয়েছে কিষাণগঞ্জে

দেবস্মিতা | ১২ নভেম্বর ২০২৪ ১৪ : ৫৯Debosmita Mondal


শ্রেয়সী পাল: মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকার 'তরুণের স্বপ্ন'  প্রকল্পে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার সুবিধার জন্য ট্যাব কিনতে ১০ হাজার টাকা করে বরাদ্দ করেছে।  প্রত্যেক পড়ুয়ার অ্যাকাউন্টে সম্প্রতি এই টাকা 'ক্রেডিট' হওয়া শুরু হয়েছে। তারপর থেকে বিভিন্ন জেলা থেকে উঠে আসছে একাধিক অভিযোগ। ট্যাব দুর্নীতি কাণ্ডে এবার বিহার যোগের সন্ধান মিলল মুর্শিদাবাদ জেলাতে। সালার থানার অন্তর্গত টিঁয়া শান্তি সুধা দাস বিদ্যামন্দিরের ১৫ জন ছাত্রছাত্রী ট্যাবের টাকা না পাওয়ার পর জানা গিয়েছে, তাদের জন্য বরাদ্দ হওয়ার টাকা বিহারের কিষাণগঞ্জের একাধিক অ্যাকাউন্টে জমা পড়েছে। এই ঘটনার পর অনেকেরই সন্দেহ ঝাড়খণ্ডের কুখ্যাত জামতারা গ্যাং –এর ওপর। তারা টাকা হাতানোর এই চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে।

 

 

ওই স্কুলের প্রধান শিক্ষক আলোক দে জানিয়েছেন, স্কুলের প্রায় ৩২৫ জন ছাত্র-ছাত্রী ট্যাবের টাকা পাওয়ার যোগ্য ছিল। অথচ এখনও পর্যন্ত ১৫ জন ছাত্রছাত্রী লিখিতভাবে জানিয়েছে তাদের অ্যাকাউন্টে ট্যাব কেনার জন্য কোনও টাকা ঢোকেনি। এরপর তিনি জানান, এই প্রকল্পে সরকারি পোর্টালে যোগ্য ছাত্রছাত্রীদের নাম নথিভুক্ত হয়। তারপর সেখান থেকে সরাসরি ছাত্র-ছাত্রীদের অ্যাকাউন্টে ট্যাব কেনার টাকা ঢোকে। এ ক্ষেত্রে স্কুলের কোনও ভূমিকা থাকে না। ছাত্র-ছাত্রীদের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর ইতিমধ্যে গোটা ঘটনাটি লিখিত আকারে জানিয়ে সালার থানাতে একটি এফআইআর করে জানান প্রধান শিক্ষক অলোক দে। একইসঙ্গে জেলা শিক্ষা দপ্তরকেও গোটা ঘটনার কথা জানান তিনি।

 

 

তিনি সংবাদমাধ্যমকে বলেন, ছাত্রছাত্রীরা কেন টাকা পায়নি তা জানার জন্য এসবিআই টিঁয়া শাখাতে যোগাযোগ করা হয়। ব্যাঙ্ক থেকে জানা যায় চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, বরাদ্দ হওয়া টাকা বিহারের কিষাণগঞ্জের একাধিক অ্যাকাউন্টে জমা পড়েছে। এদিকে যে অ্যাকাউন্টগুলোতে ছাত্র-ছাত্রীদের টাকা জমা পড়েছে তার কোনও নামের সঙ্গে ওই স্কুলের ছাত্র-ছাত্রীদের নামের মিল নেই। অ্যাকাউন্টগুলো জুন মাসের কোনও একটি দিন একসঙ্গে খোলা হয়েছিল। অ্যাকাউন্টে ট্যাব কেনার টাকা 'ক্রেডিট' হওয়ার পর ১৪ টি অ্যাকাউন্ট থেকে ওই টাকা একই দিনে তুলে নেওয়া হয়েছে।

 


tab scam murshidabad police

নানান খবর

নানান খবর

চিকিৎসা শুরু হতেই ভবঘুরে মহিলার ফিরল স্মৃতিশক্তি, দাদার বাড়ি ফিরে গেল সে

একা বা অসাবধান অবস্থায় সীমান্তে যাবেন না, কৃষকদের সতর্ক করল পুলিশ

বক্সা ব্যাঘ্র প্রকল্পের হরিণ শিকার করে সেই মাংস দিয়ে বনভোজন, গ্রেপ্তার তিন অভিযুক্ত

ঠিক যেন সিনেমা, মৃত প্রেমিকাকে বিয়ে যুবকের! স্থবির দেহেই হল সিঁদুরদান-মালাবদল

দীর্ঘ ৪৮ বছর এই ব্যাঙ্কের ক্ষমতা ধরে রেখেছিল এসইউসিআই, এবার হল পালাবদল 

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর শুরুর আগে বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠে বসানো হলো সেনাবাহিনীর অত্যাধুনিক ট্যাঙ্ক 

মাধ্যমিক শুরুর আগে পিতৃহারা, ৬৩৭ নম্বর পেয়েও বিজ্ঞান নিয়ে পড়তে অর্থনৈতিক বাধার সম্মুখীন হাওড়ার স্নেহা

১৯৮০ সালে টুরিস্ট ভিসায় পাকিস্তান থেকে ভারতে, ৪৫ বছর ধরে ভোট দিচ্ছেন চন্দননগরের ফতেমা বিবি

ভারতে আটক পাক রেঞ্জার, তবে কি এবার মুক্তি মিলবে? আশার আলো দেখছেন পূর্ণমের স্ত্রী

ভয়াবহ দুর্ঘটনা, আর তাতেই প্রকাশ্যে এল গরু পাচারের নয়া রুট! লালবাগ-সাহাপুর ঘাটে চাঞ্চল্য

সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক

তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের

টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক

মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার 

দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

সোশ্যাল মিডিয়া