আজকাল ওয়েবডেস্ক:‌ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম তুলে নেবে পাকিস্তান?‌ ভারত ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, ক্রিকেট খেলতে তারা পাকিস্তানে যাবে না। সূত্রের খবর, বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের পর পাক সরকার নাকি পিসিবিকে জানিয়ে দিয়েছে, ভারতের সঙ্গে আইসিসি, কিংবা এশিয়া স্তরের কোনও টুর্নামেন্টে যেন খেলা না হয়।


সূত্রের খবর, পাক ক্রিকেট বোর্ড নাকি ইতিমধ্যেই আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছে ভারত কেন পাকিস্তানে খেলতে আসতে রাজি নয়। 


এদিকে, শোনা যাচ্ছে আইসিসির বক্তব্যে সন্তুষ্ট না হলে ক্রীড়া আদালতে যেতে পারে পাকিস্তান। পাকিস্তান সরকারও এই বিষয়ে পিসিবির পাশে রয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যেই নাকি পাক সরকার যাবতীয় আইনানুগ পরিকল্পনা সেরে ফেলেছে। সূত্রের খবর, পাক সরকারও পিসিবিকে বিষয়টি নিয়ে ভাবতে বলেছে। কেন ভারত আসবে না?‌ তা নিয়ে যথোপযুক্ত জবাব চায় পাক বোর্ড ও সরকার।


এদিকে সূত্রের খবর, পাক সরকার নাকি পিসিবিকে জানিয়ে দিয়েছে ভারতের সঙ্গে সমস্তরকম ক্রিকেটীয় সম্পর্ক ত্যাগ করতে। কোনও অবস্থাতেই যেন ভারতের সঙ্গে আর না খেলে পাকিস্তান।


এটা ঘটনা, ২০০৮ সালের পর ভারত আর পাকিস্তানে খেলতে যায়নি। ২০২৩ সালের এশিয়া কাপেও ভারত তাদের ম্যাচ খেলেছিল শ্রীলঙ্কায়। এখন পরিস্থিতি ভিন্ন। দেখা যাক জল কোনদিকে গড়ায়।