আজকাল ওয়েবডেস্ক: আইপিএল থেকে 'আউট' বাংলাদেশের তারকা  মুস্তাফিজুর রহমান। 

আর এটাই মেনে নিতে পারছেন না 
কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অলরাউন্ডার মইন আলি। মুস্তাফিজুরের  জন্য তিনি সমব্যথী।  

এবারের নিলামে ৯.২ কোটির বিনিময়ে মুস্তাফিজুরকে দলে নিয়েছিল কলকাতা  নাইট  রাইডার্স। কিন্তু বাংলাদেশের  সাম্প্রতিক পরিস্থিতির জন্য চাপ বাড়তে থাকে বিসিসিআই-এর উপরে। চাপ বাড়ে কলকাতা নাইট রাইডার্সের উপরেও।  

উজ্জ্বয়িনীর ধর্মীয় নেতা হুমকি দেন। ভক্তরা কেকেআর বয়কটের ডাক দেন। এই প্রেক্ষিতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড কলকাতার ফ্র্যাঞ্চাইজিকে নির্দেশ দেয়, মুস্তাফিজুরকে ছেড়ে দিতে হবে।  এহেন নির্দশের অব্যবহিত পরেই কেকেআর জানিয়ে দেয় তারা ছেড়ে দিচ্ছে মুস্তাফিজুরকে। 
এরপর ঘটনাপ্রবাহ অন্যদিকে মোড় নেয়। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা ডা. আসিফ নজরুল বিসিবি-র কাছে অনুরোধ জানিয়ে বলেন, ভারতের মাটিতে এসে যেন বাংলাদেশ বিশ্বকাপ  না খেলে। সেই মতো বিসিবি চিঠি পাঠায় আইসিসি-কে। 
বাংলাদশের একটি সংবাদমাধ্যমকে  মইন আলি বলেছেন, ''এই পরিস্থিতিতে খেলাটাই সমস্যায় রয়েছে। তার উপরে মুস্তাফিজুরকে নিয়ে যা হচ্ছে, তাতে বলতে বাধ্য হচ্ছি, সবটা ঠিক নয়। এটা কেবল মুস্তাফিজুরের ব্যাপার নয়। পরিস্থিতি ঠিক করতে হলে  কিছু একটা পদক্ষেপ করতে হবে। পাকিস্তান, বাংলাদেশ--আমরা সবাই জানি বিভিন্ন বিষয় ঘটে চলেছে। এভাবে চলতে পারে না। বিরাট সমস্যা।'' 

তবে মুস্তাফিজুরের  জন্য সমব্যথী মইন আলি। এবারের আইপিএলে বিশাল অঙ্কে কেকেআর দলে নিয়েছিল বাংলাদেশি তারকাকে। 

কিন্তু কেকেআর ছেড়ে দেওয়ার পরে আর্থিক ক্ষতিপূরণ পাচ্ছেন না মুস্তাফিজুর। মইন বলছেন, ''মুস্তাফিজুরের জন্য খারাপ লাগছে। এবার ভাল চুক্তি পেয়েছিল। তাঁর কেরিয়ার, দক্ষতাপূর্ণ পারফরম্যান্স এবং জার্নি, অবশেষে ভাল কিছু পেয়েছিল মুস্তাফিজুর। অন্য কোনও দলে যেতেই পারত। কিন্তু কেকেআর ওকে দলে নিয়েছিল। সবার থেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে মুস্তাফিজুর।'' 

এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড  জানিয়ে দিয়েছে, পাকিস্তান সুপার লিগের পরবর্তী সংস্করণে খেলবেন মুস্তাফিজুর। 

বাংলাদেশের  তারকা পেসার এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলছেন। টি-টোয়েন্টি ফরম্যাট চারশো উইকেটের মাইলস্টোন ছুঁয়ে ফেলেছেন তিনি।