হারিয়ে গেল ডোরেমন, বন্ধ হয়ে গেল 'ডোরেমন'-এর সম্প্রচার
নিজস্ব সংবাদদাতা
৮ জানুয়ারি ২০২৬ ১৫ : ২৫
শেয়ার করুন
1
6
ইন্দোনেশিয়ার জনপ্রিয় টিভি চ্যানেল RCTI-র পর্দায় আর সম্প্রচারিত হবে না 'ডোরেমন'। প্রজন্মের পর প্রজন্ম ইন্দোনেশিয়ার দর্শকদের ছুটির দিনের সকাল শুরু হতো পরিচিত নীল রোবট বিড়াল ডোরেমন দিয়ে, কিন্তু তিন দশকেরও বেশি সময় পর RCTI চ্যানেলে তার সম্প্রচার হঠাৎ বন্ধ হয়ে গেছে।
2
6
২০২৫ সালের শেষ দিক থেকে RCTI-এর সূচিতে ডোরেমন আর দেখা যাচ্ছে না, যা ইন্দোনেশিয়ার অসংখ্য দর্শকের শৈশবের এক দীর্ঘ অধ্যায়ের ইতি টেনেছে।
3
6
এই সিদ্ধান্তের বিষয়ে RCTI এখনও কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি, ফলে দর্শকদের মধ্যে হতাশা ও জল্পনা আরও বেড়েছে।
4
6
৪ জানুয়ারি ২০২৬ থেকে RCTI-এর সামাজিক মাধ্যমগুলোতে ক্ষুব্ধ ও আবেগপ্রবণ মন্তব্যে ভরে গেছে, যেখানে বহু দর্শক জানিয়েছেন ডোরেমনই ছিল তাদের চ্যানেল দেখার প্রধান কারণ।
5
6
একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট জানিয়েছে, RCTI+ ওয়েবসাইটের সম্প্রচার সূচি অনুযায়ী ২৯ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত ডোরেমন সম্পূর্ণভাবে তালিকা থেকে উধাও ছিল।
6
6
১৯৯০-এর দশকে ইন্দোনেশিয়ায় প্রথম সম্প্রচারিত হওয়ার পর ডোরেমন শুধু একটি শিশুদের কার্টুন নয়, বরং বন্ধুত্ব, দায়িত্ববোধ ও অধ্যবসায়ের শিক্ষা দেওয়া এক সাংস্কৃতিক স্মৃতিতে পরিণত হয়েছিল।