বয়স, অভ্যাস কিছুই যেন দেখছে না রোগ। বিশেষ করে হার্টের সমস্যা। দিন দিন হার্ট অ্যাটাকের পাশাপাশি বেড়ে চলেছে হার্ট ব্লকেজের সমস্যাও। হার্ট ব্লকেজ তখনই হয় যখন করোনারি আর্টারিতে কোলেস্টেরল জমে রক্ত চলাচল ব্যাহত হয়। ফলে হার্ট ঠিকঠাক ব্লাড পাম্প করতে পারে না এবং শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। আগে এই ধরনের সমস্যা মূলত প্রবীণ নাগরিকদের মধ্যেই দেখা যেত। কিন্তু এখন মাঝ বয়সীদের মধ্যেও দেখা যাচ্ছে। ছবি- সংগৃহীত
2
7
তবে হার্ট ব্লকেজ হলে নির্দিষ্ট কিছু লক্ষণ শরীরে দেখা দেয়। এই ৫টি লক্ষণ দেখলেই তাই সতর্ক হন এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। জেনে নিন কোন লক্ষণ আদতে হার্ট ব্লকেজের পূর্বাভাস দেয়। ছবি- সংগৃহীত
3
7
এক বা দোতলা লিফটের বদলে সিঁড়ি দিয়ে ওঠার পরই হাঁপিয়ে যান? বা একটু দৌড়ে বা হেঁটে এলে হাঁফ ধরে যায়? তাহলে এই লক্ষণ উপেক্ষা করবেন না। এটা কিন্তু শরীরে রক্ত চলাচল কম হলে, অক্সিজেনের ঘাটতি হলে হয়। ছবি- সংগৃহীত
4
7
বুকে কষ্ট হওয়া, হঠাৎ হঠাৎ চিনচিনে ব্যথা হওয়াও কিন্তু হার্ট ব্লকেজের লক্ষণ। বিশেষ করে অল্প দৌড়ানো, হাঁটার পরই যদি বুক ধড়ফড় করে এবং ব্যথা করে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিন। ছবি- সংগৃহীত
5
7
ঘুম থেকে ওঠার পরও ক্লান্ত লাগছে? তেমন কোনও কাজ না করে, শুয়ে বসে থেকেও ক্লান্তি ভাব যাচ্ছে না? এটা কিন্তু হতে পারে হার্ট ঠিকঠাক কাজ না করলে। ছবি- সংগৃহীত
6
7
হঠাৎ হঠাৎ মাথা যাওয়াও হার্ট ব্লকজের কারণে হতে পারে। হার্ট ঠিকঠাক পাম্প না করলে মস্তিষ্কে রক্তের প্রবাহ ব্যাহত হয়। সেই কারণে মাথা ঘুরতে পারে। ছবি- সংগৃহীত
7
7
এক টানা বা থেকে থেকে চিনচিনে বুকে ব্যথা হলে গ্যাসের ব্যথা ভেবে এড়িয়ে যাবেন না। বিশেষ করে যদি এই ব্যথা ব্যায়াম করার সময় হয়। এই ছোটখাটো লক্ষণ খেয়াল করুন। তেমন মনে হলে শীঘ্রই চিকিৎসক দেখান। ছবি- সংগৃহীত