আজকাল ওয়েবডেস্ক: চোদ্দো বছর বয়সের বাচ্চারা আইসক্রিম কিনে খায়। আর বছর চোদ্দোর বৈভব সূর্যবংশী আইসক্রিম খাওয়ার পরিবর্তে বিশাল সব ছক্কা হাঁকান। 

দক্ষিণ আফ্রিকর মাটিতে বৈভব সূর্যবংশী অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের অধিনায়ক ছিলেন। তাঁর নেতৃত্বে ভারত ওয়ানডে সিরিজ জেতে।  

তৃতীয় ওয়ানডে ম্যচে সূর্যবংশী ৭৪ বলে বিধ্বংসী ১২৭ রানের ইনিংস খেলেন। সূর্যবংশীর ধ্বংসাত্মক সব ইনিংস দেখে হতবাক হয়ে গিয়েছেন দেশের প্রাক্তন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। 

সোশ্যাল মিডিয়ায় অশ্বিন লেখেন, ''১৭১ (৯৫), ৫০ (২৬), ১৯০ (৮৪), ৬৮ (২৪), ১০৮*(৬১),৪৬ (২৫) ও ১২৭ (৭৪)। 

ঘরোয়া ও অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে গত তিরিশ দিনে সূর্যবংশীর কিছু স্কোর তুলে ধরা হল। 

ভাই এগুলো কী হচ্ছে? এই স্যাম্পলগুলো কি যথেষ্ট নয়? নাকি মান আরও বাড়িয়ে দিচ্ছো তুমি? এই ১৪ বছরের বাচ্চাটা যা করছে, তা ভাষায় প্রকাশ করা যাবে না।''

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ এগিয়ে আসছে। সেই মেগাইভেন্টেও বৈভব সূর্যবংশীর ঝড় অব্যাহত থাকবে বলেই মনে করছেন রবিচন্দ্রন অশ্বিন। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে রয়েছে আইপিএল। সেখানে রাজস্থান রয়্যালসের হয়ে ওপেন করতে দেখা যাবে সূর্যবংশীকে। 

আগামী চার মাস অশ্বিন দু'চোখ ভরে দেখতে চান বৈভবকে। শুধু কি অশ্বিন দেখবেন? গোটা দেশের নজরে এখন সূর্যবংশী। চোদ্দো বছরের এক কিশোর দেশের শ্বাসপ্রশ্বাসে। 

তিনি ব্যাট হাতে নামা মানেই রানের ঝড়। দেশ হোক বা বিদেশের মাঠ বৈভব  সূর্যবংশীর থামার লক্ষ্ণণ নেই। তিনি রান করেই চলেছেন। সূর্যবংশীর রানের বন্যা দেখে বিস্মিত দেশের প্রাক্তন তারকারাও।