আজকাল ওয়েবডেস্ক: সুফল বাংলা'র স্টল থেকে পচা সবজি সরিয়ে দিলেন মহকুমাশাসক। নির্দেশ দিলেন টাটকা সবজি বিক্রি করতে। সোমবার জলপাইগুড়ি শহরের বড় মোড় পোস্ট লাগোয়া রাজ্য সুফল বাংলা'র একটি স্টলে এই ঘটনা ঘটে। উল্লেখ্য, সুফল বাংলা রাজ্য কৃষি বিপণন দপ্তরের অধীন। এবিষয়ে মহকুমাশাসক তমোজিৎ চক্রবর্তী বলেন, বিষয়টি নজরে আসার পর তিনি সঙ্গে হস্তক্ষেপ করে ওই সবজি সরিয়ে টাটকা সবজি রাখতে বলেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, যিনি এই বিপণন কেন্দ্রের দায়িত্বে আছেন তাঁকে বলা হয়েছে এরকম যেন না হয়।

 

 

রাজ্য জুড়ে শাকসবজির বাজার এই মুহূর্তে যথেষ্ট চড়া‌। জলপাইগুড়ির বাজারগুলিতে ভালো পিঁয়াজের দাম কেজি প্রতি ৮০ টাকা। সরকারি স্টলে যার দাম ৭৩ টাকা। আলুর দাম সরকারি স্টলে প্রতি কেজি ২৫ টাকা। কিন্তু যোগান থাকায় অনেক ক্রেতাই এদিন সুফল বাংলা স্টল থেকে ফিরে গিয়েছেন। এদিন ক্রেতারা অভিযোগ করেন, সুফল বাংলার এই স্টল থেকে এদিন পচা স্কোয়াশ, বেগুন ও লাউ রেখে বিক্রি করা হচ্ছিল। অভিযোগ কানে যেতেই আচমকা স্টলে হানা দেন মহকুমাশাসক। তাঁর সঙ্গে ছিলেন জেলা কৃষি দপ্তরের আধিকারিক দেবাঞ্জন পালিত।

 

 

স্টলের বিভিন্ন জায়গা ঘুরে তিনি খুঁটিয়ে খুঁটিয়ে শাক সবজির মান পরীক্ষা করেন। এরপরেই তাঁর চোখে পড়ে বেশ কিছু পচা সবজি। যেগুলি তিনি তৎক্ষণাৎ সরিয়ে নিয়ে যেতে নির্দেশ দেন। এদিন আলু কিনতে এসেও পাননি অনেক ক্রেতাই। যোগান ছিল না। এবিষয়ে তিনি জানিয়েছেন, বিকেলের মধ্যেই আলু চলে আসবে বিপণন কেন্দ্রে। যা স্টলের সঙ্গে বিক্রি করা হবে ভ্রাম্যমাণ বিপণন কেন্দ্র থেকেও। এর পাশাপাশি বিভিন্ন বাজারগুলিতেও দাম নিয়ন্ত্রণে রাজ্য সরকারের পক্ষ থেকে হানা দেওয়া হচ্ছে। মহকুমাশাসক জানান, 'আনাজের দাম নিয়ন্ত্রণ রাখতে অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।'