আজকাল ওয়েবডেস্ক: গরুর জন্য এবার থাকবে ক্রেডিট কার্ড। গরু পোষ্য থাকলেই এই কার্ড বরাদ্দ হচ্ছে গো-রক্ষকদের জন্য। শুনে অবাক হলেও অভিনব এই স্কিম চালু করেছে মধ্যপ্রদেশ সরকার। তবে সব গো-রক্ষকরা নন, যারা অন্তত ১০ টি গরু প্রতিপালন করেন তাদেরই রয়েছে এই সুযোগ। এমনই সুবিধে আনতে চলেছে মধ্যপ্রদেশের সরকার।
গবাদি পশু পালনকে উৎসাহিত করতে এই সুবিধে দিচ্ছে রাজ্য। এই ক্রেডিট কার্ডের মাধ্যমে পশু পালকদের আর্থিক সহায়তা দেওয়া হবে। নতুন স্কিমের ফলে গরুর জন্য খাবার বরাদ্দ করা এবং অন্যান্য প্রয়োজনীয় কৃষি খরচের ব্যবহার আরও সহজ হয়ে উঠবে। সম্প্রতি গোবর্ধন পুজো অনুষ্ঠিত হয় রাজ্যে। সেখানেই এই প্রকল্পের কথা ঘোষণা করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব।
সেদিন পুজো শেষে পশুপালকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। সেখানেই কামতা প্রসাদ সুক্লা নামে একজন গবাদি পশুপালন করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি প্রশ্ন তোলেন, কৃষকরা একাধিক গরু পালন করলে যে বাছুর জন্মাবে তার দেখভাল বা তদারকি করার ক্ষেত্রে সমস্যা হবে। তাঁর বক্তব্য, গরুর সংখ্যা বাড়ার সঙ্গে জায়গাও বেশি রাখতে হবে। তাঁর আরও বক্তব্য ছিল, বেশি গবাদি পশু হলে সেক্ষেত্রে গরুদের যত্ন নেওয়ার জন্য শ্রমিকদের অতিরিক্ত বেতন দিতে হবে।
আরেকজন, কালীচরণ সোনি জানিয়েছেন, এটা যদি সত্যি হয় তাহলে অনেকেই লাঙ্গল দিয়ে বপনের কাজ করবে এবং পরিবহনের ক্ষেত্রে গরুকে ব্যবহার করবে। তখন বাছুরের মূল্য বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে দাম বৃদ্ধি পাবে গরুর। এই দামের প্রসঙ্গে কামতা পাল জানিয়েছেন, একটা মোষের দাম দেড় লাখ পর্যন্ত উঠলেও গরুর সেই অর্থে কোনও দাম পাওয়া যায় না, যদি সরকার অর্থ সাহায্য করে তাহলে গরু পালনে মানুষ উৎসাহিত হবে। এরপরই সেই পুজোর স্থল থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা, ১০ টি গরু থাকলেই সরকারের তরফে দেওয়া হবে ক্রেডিট কার্ড।
