সংবাদ সংস্থা মুম্বই: ২০২৩-এর ডিসেম্বরে বড়পর্দায় মুক্তি পেয়েছিল রণবীর কাপুর অভিনীত ছবি 'অ্যানিম্যাল'। ছবিমুক্তির পরপরই তোলপাড় শুরু হয়েছিল বক্স অফিস থেকে নেটপাড়ায়। মাত্রাতিরিক্ত টক্সিক নাকি ভায়োলেন্সটা সমস্ত লেভেলের উপরে? 'আলফা মেল'-এর ইমেজ দেখিয়ে কি পরিচালক যুব সমাজের মানসিকতার ক্ষতি করছেন? এসব বিতর্ককে পিছনে ফেলে রেকর্ড পরিমাণ টাকা আয় করেছিল এ ছবির নির্মাতারা। ছবিতে দর্শক-সমালোচকদের নজর কেড়েছে রণবীর কাপুর এবং অনিল কাপুরের রসায়ন। 'অ্যানিম্যাল'-এ রণবীরের বাবার ভূমিকায় দেখা গিয়েছে অনিলকে। 

 

'অ্যানিম্যাল' ছবির শেষেই এর সিক্যুয়েল 'অ্যানিম্যাল পার্ক'-এর ঘোষণা সেরে ফেলেছিলেন পরিচালক। এইমুহুর্তে প্রভাসকে নিয়ে 'স্পিরিট' ছবির কাজে ব্যস্ত ভঙ্গা। সম্প্রতি এক সাক্ষাৎকারে 'অ্যানিম্যাল'-এর প্রযোজক ভূষণ কুমার জানান, 'স্পিরিট'-এর শুটিং শেষ হওয়ার ছ'মাসের মধ্যেই শুরু হয়ে যাবে 'অ্যানিম্যাল পার্ক'-এর কাজ। পরিচালক জানিয়েছিলেন, ২০২৫-এর মধ্যে শেষ হবে 'স্পিরিট'-এর শুটিং এবং মুক্তি পাবে ২০২৬-এ। এরপর সেই বছরেই শুরু হবে 'অ্যানিম্যাল পার্ক'-এর‌ শুটিং। কিন্তু প্রযোজক ভূষণ কুমারের কথা অনুযায়ী, এই নির্ধারিত সময়ের অনেক আগেই শুরু হয়ে যাবে 'অ্যানিম্যাল পার্ক'-এর শুটিং। সেই হিসাবে রণবীরের ছবি মুক্তি পাবে ২০২৭-এ।

 

অন্যদিকে, রণবীরের হাতে এইমুহুর্তে রয়েছে 'রামায়ণ', 'লভ অ্যান্ড ওয়ার'-এর মতো একাধিক ছবি।

 

'অ্যানিম্যাল'-এর সিক্যুয়েল নিয়ে তিনিও যে ভীষণ উত্তেজিত, সেকথা নিজেই জানিয়েছেন রণবীর কাপুর। এক সাক্ষাৎকারে রণবীর জানান, ইতিমধ্যেই সন্দীপ রেড্ডি ভঙ্গা তাঁকে 'অ্যানিম্যাল পার্ক'-এর চিত্রনাট্যের কিছু দৃশ্যের বর্ণনা করেছেন, তাই শুনে একলাফে উত্তজনা আরও বেড়ে গিয়েছে তাঁর। পরিচালকের মতে 'অ্যানিম্যাল পার্ক'-এর গল্প 'অ্যানিম্যাল'-এর তুলনায় আরও বেশি ধূসর, আরও বেশি রক্তে মাখামাখি এবং কার্তুজের গন্ধে ভরা থাকবে। এই ছবিতেও রণবীরের পাশাপাশি দেখা যাবে তৃপ্তি দিমরি, সৌরভ সচদেব এবং মানসী তক্ষককে।