নিজস্ব সংবাদদাতা: ছোটপর্দার পরিচিত মুখ ঋত্বিক মুখোপাধ্যায়। জি বাংলায় 'আমাদের এই পথ যদি না শেষ হয়' ধারাবাহিকের মাধ্যমে দর্শক মহলে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। বর্তমানে তাঁকে 'আনন্দী'তে 'আদিদেব'-এর চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে।
শুধুমাত্র ছোটপর্দায় নয়, সিরিজের দুনিয়ায় নিজের জায়গা পাকা করতে প্রস্তুত অভিনেতা। অনুরাগীদের সংখ্যা বেশ ভালই ঋত্বিকের। তাই অভিনেতার ব্যক্তিগত জীবনও চর্চায় থাকে। ধারাবাহিকের শুটিং না থাকলে ঠিক কী করেন ঋত্বিক? আজকাল ডট ইন-কে তিনি জানান, অবসরে বেশিরভাগ সময় সিনেমা দেখে কাটান তিনি।
ঋত্বিকের কথায়, "আমি একটু ঘরকুনো। তাই বন্ধুদের সঙ্গে পার্টি করতে খুব একটা পছন্দ করি না। বাড়িতেই সময় কাটাই ছুটির দিনে। ঘুম ভীষণ প্রিয়, তাই ছুটির দিন মানেই ঘুমের আদর্শ সময়। টুকটাক রান্না করি। ঘরোয়া রান্না বানাতে এবং খেতে ভালবাসি। নিজের হাতে বানিয়ে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ আর ডাল, ভাত খেতে খুব ভালবাসি। এছাড়াও বিশেষ দিনে স্পেশাল কিছু রান্না করার চেষ্টা করি।"
ছোটবেলা থেকেই অভিনেতা হওয়ার ইচ্ছে ছিল না ঋত্বিকের। অভিনেতার কথায়, "বয়স বাড়ার সঙ্গে ধাপে ধাপে পরিবর্তন হয়েছে ভাবনার প্রথমে ডাক্তার, তারপর পুলিশ অফিসার এমনকী সরকারি চাকরিও করতে চেয়েছিলাম। তারপর ভাবলাম নিজের সবচেয়ে ভাললাগার বিষয়টি পেশা হিসাবে বেছে নেব। এভাবেই অভিনয়ে আসা।"
