আজকাল ওয়েবডেস্ক: মোহনবাগানের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার হয়ে উঠেছেন দিমিত্রি পেত্রাতোস। এই অজি ফুটবলার সবুজ-মেরুন শিবিরের হয়ে আইএসএলের ৫২টি ম্যাচে ২৩টি গোল করেছেন। অ্যাসিস্ট করেছেন ১৫টি। এহেন অজি ফুটবলার মনে করেন, বিশ্বের সেরা ফুটবল সমর্থকদের যদি ক্রমতালিকা তৈরি করা যায়, তাহলে সবুজ-মেরুন সমর্থকরা সেই তালিকায় উপরের দিকেই থাকবেন। আইএসএলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের 'ইন দ্য স্ট্যান্ডস' অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ কথা স্বীকার করেছেন পেত্রাতোস।
দিমি বলেন, "স্টেডিয়াম ভর্তি দর্শকদের সামনে খেলার অনুভূতি অসাধারণ। ভাল খেলে জিতে তাদের মুখে হাসি ফোটানোর জন্য বাড়তি তাগিদ অনুভব করি। এশিয়ার সবচেয়ে পুরনো ডার্বিতে খেলি। এক অসাধারণ অভিজ্ঞতা।''
মোহনবাগানের আশা ভরসা দিমি বলেন, ''মোহনবাগান সমর্থকরা বিশ্বের সেরা সমর্থকদের অন্যতম। ফুটবল নিয়ে তাঁদের উন্মাদনা এবং আমাদের প্রতি আবেগ ও ভালবাসাই অন্যরকম।''
২০২৬ সাল পর্যন্ত ক্লাবের সঙ্গে চুক্তি রয়েছে পেত্রাতোসের। সেই প্রসঙ্গে অজি ফুটবলার বলছেন, "চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া আমার পক্ষে সহজই ছিল। আমি অন্য কোনও দলের জন্য সই করতে চাইনি। আমি এখানেই থাকতে চেয়েছিলাম। এখানে আমি আমার সময় বেশ উপভোগ করেছি।''
মোহনবাগানের ভারতীয় ফুটবলারদের সম্পর্কেও উচ্চ ধারণা পোষণ করেন পেত্রাতোস। তিনি বলেন, ''মনবীর সিংকে আমরা ভারতের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বলে ডাকি। ও খুবই পরিশ্রমী ছেলে, খুব পেশাদার এবং নিয়মিত গোলও করে। অনিরুদ্ধ থাপা যেন মাঝমাঠে ছোটখাটো এক দৈত্য।''
