আজকাল ওয়েবডেস্ক: ফের আত্মঘাতী পড়ুয়া। ঘটনাস্থল ফের কোটা। গত কয়েকমাসে নানা সময়ে কোটায় এই ছবি ফুটে উঠেছে। এই আত্মহত্যা রোধে সেখানের আবাসনগুলিতে নানা পন্থাও অবলম্বন করা হয়েছে। তার মাঝে ফের পড়ুয়া মৃত্যুর ঘটনা। কোটায় আত্মঘাতী হয়েছেন বাংলার পড়ুয়া। কোটার ওয়াকফ নগর এলাকায় নিটের প্রস্তুতি নেওয়ার জন্য বসবাস করছিলেন এ রাজ্যের পড়ুয়া ফরিদ। পুলিশ সূত্রের খবর, সোমবার রাতে, তাঁর নিজের ঘরেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে ফরিদকে। একই জায়গায় থাকা অন্যান্য পড়ুয়ারা জানিয়েছেন, তাঁরা ফরিদকে শেষ দেখেছিলেন বিকেল ৪টা নাগাদ। সন্ধে ৭টা পর্যন্ত তাঁর আর কোনও খোঁজ না মেলায় শুরু হয় ডাকাডাকি। বাড়ির মালিক পুলিশকে ফোন করেন। পুলিশ এসে ফরিদের ঝুলন্ত দেহ উদ্ধার করে। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি বলেই জানিয়েছে পুলিশ। জানা যায়নি মৃত্যুর কারণও। এই নিয়ে চলতি বছরে ২৮ পড়ুয়া আত্মঘাতী হয়েছে কেবল কোটায়। একের পর এক পড়ুয়া মৃত্যু বারবার তুলে এনেছে পড়ুয়াদের ওপর পড়া মানসিক চাপ, উদ্বেগের প্রসঙ্গ।