সংবাদ সংস্থা মুম্বই: আরও একটি স্পোর্টস বায়োপিক তৈরি হতে চলেছে বলিউডে। এবার বিশ্বনাথন আনন্দকে নিয়ে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন এই দাবাড়ুর জীবন নিয়ে তৈরি হতে চলা ছবির পরিচালনার দায়িত্বে থাকবেন জনপ্রিয় দক্ষিণী পরিচালক এ এল বিজয়। এই পরিচালক এর আগে জনপ্রিয় ছবি 'থালাইভা'র নির্দেশকের আসনে বসেছিলেন। অভিনেত্রী অ্যামি জ্যাকসেনকেও ভারতীয় ছবির দর্শকের সঙ্গে পরিচয় করিয়েছিলেন। সূত্রের খবর, এক জনপ্রিয় দক্ষিণী তারকা-অভিনেতাকে দেখা যাবে আনন্দের চরিত্রে। তবে এই ছবির অন্য চরিত্রে কারা থাকবেন, তা এখনও ঠিক হয়নি।
সেই সূত্র আরও জানিয়েছে, 'বিন্নি অ্যান্ড ফ্যামিলি' ছবিখ্যাত পরিচালক ও চিত্রনাট্যকার সঞ্জয় ত্রিপাঠী এই ছবির চিত্রনাট্য লেখার দায়িত্বে রয়েছেন। ছবির প্রযোজনা যৌথভাবে সামলাবেন মহাবীর জৈন এবং আশিষ সিং। ফিসফাস, ছবির নাম নাকি রাখা হয়েছে 'ভিশি'। দাবার দুনিয়ায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ুকে ভালবেসে এই নামে ডাকা হয়। খবর, আর কিছুদিনের মধ্যেই এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা করা হবে নির্মাতাদের তরফে।বায়োপিকে যেমন আনন্দের বিশ্বচ্যাম্পিয়নশিপের দুর্দান্ত কিছু ম্যাচ দেখানো হবে, তেমনি তাঁর জীবনের এই দিকগুলোও তুলে ধরা হবে বায়োপিকে।
তাঁর আক্রমণাত্মক খেলার ধরণ দিয়ে আনন্দ নয়ের দশকে দাবায় সোভিয়েত ইউনিয়নের রাজত্বে থাবা বসান। এরপর ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার হওয়া থেকে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া, আনন্দের যাত্রা রূপকথার মতো।
প্রসঙ্গত, বছর চারেক আগে শোনা গিয়েছিল, বলিউডের চলচ্চিত্র নির্মান সংস্থা সানডিয়াল এনটারটেনমেন্ট-এর সঙ্গে এই বায়োপিক নিয়ে আনন্দের চুক্তি সই হয়েছে। আনন্দের বায়োপিক পরিচালনা করবেন ‘তন্নু ওয়েডস মন্নু’-র পরিচালক আনন্দ এল রাই।
